ইনফিনিক্স গ্লোবাল বাজারে তাদের শক্তিশালী Infinix Note 50 Pro+ 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ‘নোট 50’ সিরিজের অধীনে হাইএন্ড স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 24GB RAM, 144 হার্টস এমোলেড স্ক্রিন, 50 মেগাপিক্সেল 100এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 100 ওয়াট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইনফিনিক্স নোট 50 প্রো+ 5জি ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Infinix NOTE 50 Pro+ 5G এর স্পেসিফিকেশন
- 6.78″ 144Hz AMOLED Display
- MediaTek Dimensity 8350 Ultimate
- 12GB RAM + 256GB Storage
- 12GB Extended RAM
- 50MP Rear Camera
- 32MP Selfie Camera
- 100W Fast Charging
- 5,200mAh Battery
ডিসপ্লে
Infinix NOTE 50 Pro+ 5G ফোনটিতে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি + স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি অলঅয়েজ-অন স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট, 1300 নিটস পিক ব্রাইটনেস এবং 2160 হার্টস PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর
Infinix NOTE 50 Pro+ 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং এক্সওএস 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে মালী-জি615 জিপিইউ যোগ করা হয়েছে।
স্টোরেজ
গ্লোবাল বাজারে Infinix NOTE 50 Pro+ 5G ফোনটি 12GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 12GB এক্সন্টেটেড RAM রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনটিতে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Infinix NOTE 50 Pro+ 5G ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage ফিচার সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Infinix NOTE 50 Pro+ 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং সহ ওআইএস ফিচার সহ এফ/1.9 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স ও 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix NOTE 50 Pro+ 5G ফোনটিতে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে ইনফিনিক্স তাদের নতুন ফোনে 10 ওয়াট ওয়ার্ড এবং 7.5 ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
অন্যান্য ফিচার
Infinix NOTE 50 Pro+ 5G ফোনটিতে 15 5G Bands যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং OTG মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই ফোনে JBL স্পিকার এবং ডুয়েল মাইক্রোফোন দেওয়া হয়েছে। Infinix NOTE 50 Pro+ 5G ফোনটি ArmorAlloy metal ফ্রেম দিয়ে তৈরি। এতে IP64 রেটিং এবং IR blaster সাপোর্ট করে।
Infinix NOTE 50 Pro+ 5G এর দাম
গ্লোবাল বাজারে Infinix NOTE 50 Pro+ 5G ফোনটি $370 ইউএস ডলারে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 32,000 টাকা দাম রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। গ্লোবাল বাজারে এই 5জি ফোনটি Titanium Grey এবং Enchanted Purple এর মতো কালার অপশন সহ স্পেশাল Racing Edition এ সেল করা হবে।