মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ এই স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

ইনফিনিক্স ভারতে তাদের স্মার্ট 8 সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Infinix Smart 8 Plus নামের নতুন ফোন পেশ করা হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, 4GB এক্সটেন্ডেড র‍্যাম সহ 8GB পর্যন্ত র‍্যাম সাপোর্ট এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের মতো বিভিন্ন সুন্দর ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন ফোনটি সম্পর্কে।

Infinix Smart 8 Plus এর দাম এবং সেল

  • ভারতে Infinix Smart 8 Plus মোবাইলটি 4GB র‍্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল মডেলে পেশ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 6,999 টাকা।
  • লঞ্চ অফারে এই ফোনটি মাত্র 6,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। আগামী 9 মার্চ দুপুর 12:00টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য প্ল্যাটফর্মে এই ফোনের সেল শুরু হবে।

Infinix Smart 8 Plus এর স্পেসিফিকেশন

ডিজাইন: স্মার্ট 8 প্লাস ফোনে timber texture ফিনিশ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। বাজারে এই ফোনটি গ্যালাক্সি হোয়াইট, টিম্বার ব্ল্যাক এবং শাইনি গোল্ড কালারে সেল করা হবে।

ডিসপ্লে: স্মার্ট 8 প্লাসে 90Hz রিফ্রেশরেট সহ 6.6 ইঞ্চির এচডি+ IPS LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল ডিজাইনের এই স্ক্রিনে ওপরের দিকে ইনোভেটিভ ম্যাজিক রিং রয়েছে, যার মাধ্যমে ব্যাটারি, চার্জিং এবং ইন-কল টাইম দেখা যায়।

প্রসেসর: স্মার্ট 8 প্লাস ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি ফিউজন টেকনোলজির মাধ্যমে এতে 8জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যায় এবং ফোনটি 2টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Smart 8 Plus ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে কোয়াড LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ইনফিনিক্স ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি USB Type-C পোর্ট এর মাধ্যমে চার্জ করা যায়।

অন্যান্য: Infinix Smart 8 Plus ফোনটিতে ডুয়েল সিম 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, 3.5 মিমি হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Infinix Smart 8 Plus ফোনটি Android 13 Go এডিশন এবং XOS 13 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here