এটি হতে পারে ভারতের সবচেয়ে Cheapest Foldable phone! জেনে নিন কোন ব্র্যান্ড করবে বাজিমাত

ভারতের বাজারে Foldable SmartPhone নিজেদের একটি আলাদা স্থান গড়ে তুলছে। গত বছর Samsung, OnePlus, Motorola, OPPO এবং Tecno মতো ব্র্যান্ড তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। এই ব্র্যান্ডের ফোনগুলি স্টাইলিশ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশন সহ সাপোর্ট করে। এই লিস্টে এবার ইনফিনিক্সের নাম যোগ হতে চলেছে। খবর অনুযায়ী এই ব্র্যান্ডও ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি Infinix Zero Flip নাম সহ লঞ্চ হতে পারে।

Infinix Zero Flip

টেক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইন্সের মাধ্যমে Infinix Zero Flip ফোন প্রকাশ্যে এসেছে। এই নতুন ইনফিনিক্স ফোনটি ‘X6962‘ মডেল নাম্বার সহ সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এই ফোনের নামও জানানো হয়েছে, ফলে মনে করা হচ্ছে এটি কোম্পানির first Infinix foldable phone যা Zero Flip স্মার্টফোন হতে চলেছে।

সবচেয়ে সস্তা ফ্লিপ ফোন

Infinix ব্র্যান্ডের পক্ষ থেকে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হলে টেক জগৎ এর পাশাপাশি ইউজারদের জন্য লাভজনক হবে। সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য বিখ্যাত এই কোম্পানি সাধারণত অন্যান্য ব্র্যান্ডের অনেকটাই কম দামে তাদের ডিভাইস বাজারে পেশ করে থাকে। ফলে এই Infinix Zero Flip ফোনটি বাজারে উপস্থিত অন্যান্য ফ্লিপ ফোনের তুলনায় সস্তা হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের সবচেয়ে সস্তা ফ্লিপ Motorola razr 40 ফোন

মোটোরোলা রেজার 40 ফ্লিপ ফোন এই সময়ে শুধুমাত্র 44,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই দামে সেল হওয়ার জন্য এটি ভারতীয় বাজারে উপস্থিত সবচেয়ে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন। এই ফোনটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ শপিং সাইট আমাজন ও যেকোন রিটেল স্টোরে থেকে কেনা যাবে।

Motorola Razr 40 এর স্পেসিফিকেশন

  • মেইন ডিসপ্লে: Motorola Razr 40 ফোনে 6.9 ইঞ্চির FHD+ 10-ভিট LTPO pOLED ডিসপ্লে রয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেট, 22:9 অ্যাস্পেক্ট রেশিয় এবং 1400-নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট যোগ করা হবে।
  • কভার ডিসপ্লে: এই ফোনে 1.5 ইঞ্চির OLED কাবার ডিসপ্লে সহ 1000-নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হবে।
  • প্রসেসর: এই ফোন ব্র্যান্ডের পক্ষ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো GPU রয়েছে। এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে OIS এবং লেজার অটোফোকাস সহ 64MP প্রাইমারি ক্যামেরা এবং 120-ডিগ্রী FOV সহ 13MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য ফ্রন্টে 32MP ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 33W ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here