99.03Mbps ডাউনলোড স্পীড সহ এগিয়ে ভারত, গোটা বিশ্বে রয়েছে 18তম স্থানে

বিগত বছরগুলিতে ইন্টারনেট জগতে কতটা পজিটিভ পরিবর্তন হয়েছে তা কেউ অস্বীকার করতে পারবে না। আগে কয়েক এমবি ডেটা দিয়েই দিন কাটাতে হত, এখন এক দিনে 2জিবি ডেটাও কম পড়ে যায়। অনলাইন মুভি এবং গেম খেলার চল বেড়েছে। ভারত তাদের ইন্টারনেটের অবস্থার উন্নতি ঘটিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে দ্রুত ইন্টারনেট প্রদানকারী দেশের লিস্টে 18তম অবস্থানে পৌঁছিয়েছে। এই বিষয়ে Ookla এর রিপোর্ট সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

দ্রুত ইন্টারনেটের লিস্টে ভারত 18তম পজিশনে

গোটা বিশ্বে ইন্টারনেটের ক্ষেত্রে কোন দেশে কত স্পীড দিতে সক্ষম হচ্ছে সেই বিসয়ের এক্সপার্ট ফার্ম Ookla তাদের স্পীডটেস্ট গ্লোবাল ইনডেক্স রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী বিশ্বের সেরা ইন্টারনেট স্পীড প্রদানকারী দেশগুলির তালিকায় ভারতকে 18তম স্থান অর্জন করেছে। রিপোর্টে জানুয়ারি 2024 এর পরিস্থিতি জানানো হয়েছে এবং বলা হয়েছে ভারতের গড় ডাউনলোড স্পীড ছিল 99.03Mbps। গত বছরের অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসে ভারত 21তম স্থানে ছিল। অর্থাৎ মাত্র এক মাসের মধ্যে দেশ 3 স্থান ওপরে উঠে এসেছে।

ইন্টারনেট বাজার বদলে দিয়েছে 5G

রিপোর্ট অনুযায়ী ভারতে 5জি নেটওয়ার্ক লঞ্চ হওয়ার আগে সেপ্টেম্বর 2022 মাসে আমাদের দেশ স্পীডটেস্ট গ্লোবাল ইনডেক্সে 188তম স্থানে ছিল। সেইসময়ে, ভারতে 13.87Mbps গড় ডাউনলোড স্পীড পাওয়া যেত। মাত্র এক বছরের মধ্যে সেপ্টেম্বর 2023 মাসে ভারতের স্থান কমে হয়েছে 43তম এবং গড় ডাউনলোড স্পীড বেড়ে হয়েছে 54.05Mbps।

2023 সালে ইন্টারনেট স্পীড

মাস(2023) পজিশন ইন্টারনেট স্পীড
January Rank 69 29.95Mbps
February Rank 66 31.04Mbps
March Rank 64 33.30Mbps
April Rank 59 36.78Mbps
May Rank 57 39.94Mbps
June Rank 55 42.75Mbps
July Rank 53 43.76Mbps
August Rank 47 50.21Mbps
September Rank 43 54.05Mbps
October Rank 28 75.86Mbps
November Rank 18 94.62Mbps
December Rank 21 91.81Mbps

নোট: ওপরের টেবিলে গড় ডাউনলোড স্পীড বলা হয়েছে।

সবচেয়ে ফাস্ট ইন্টারনেট স্পীড

যে লিস্টের 18তম স্থানে ভারত রয়েছে সেই লিস্টের টপ 5 দেশের প্রথম স্থানে রয়েছে United Arab Emirates (ইউএই)। এখানে গড় ডাউনলোড স্পীড 302.38Mbps পাওয়া যায়। এই লিস্টে 285.84Mbps স্পীড সহ Qatar দ্বিতীয়, 196.94Mbps গড় ডাউনলোড স্পীড সহ Kuwait তৃতীয়, 164.58Mbps স্পীড সহ চীন চতুর্থ এবং 153.90Mbps গড় ডাউনলোড স্পীড সহ Denmark পঞ্চম স্থামে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here