Apple লঞ্চ করল লেটেস্ট iOS 26! এবার আইফোন হবে আরও বেশি অ্যাডভান্স, দেখে নিন ফিচার

Apple ফ্যানদের জন্য নিঃসন্দেহে আজ একটি উল্লেখযোগ্য দিন। কোম্পানির পক্ষ থেকে আজ লেটেস্ট এবং অ্যাডভান্স অপারেটিং সিস্টেম iOS 26 পেশ করা হয়েছে। WWDC 2025 এর মঞ্চে দাঁড়িয়ে এই নতুন অপারেটিং সিস্টেম প্রকাশ করা হয়েছে। এর ফলে এখন আইফোন আরও আকর্ষণীয় হয়ে ওঠার পাশাপাশি এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যাবহার করা যাবে। এই পোস্টে iOS 26 এর বেস্ট ফিচারের পাশাপাশি কোন কোন ফোনে এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।

iOS 26 এর ফিচার

Liquid Glass ডিজাইন

iOS 26 এ visionOS দ্বারা অনুপ্রাণিত “Liquid Glass” নামক একটি নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। এতে ট্রান্সপারেন্ট ইন্টারফেস, গ্লসি এবং ফ্লুইড লুক ও নতুন রাউন্ডেড আইকন রয়েছে। এর ফলে লক স্ক্রিন, হোম স্ক্রিন, কন্ট্রোল সেন্টার এবং অ্যাপে বেশি কনসিস্টেন্ট এবং আকর্ষণীয় এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। টাইম এবং উইজেট ইউজারদের ওয়ালপেপারের সঙ্গে ডায়নামিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়, ফলে 3D এফেক্ট পাওয়া যাবে।

অ্যাডভান্স Apple Intelligence

Messages: অচেনা নাম্বারের ম্যাসেজ এবার থেকে একটি আলাদা ফোল্ডারে সেভ হবে এবং আইফোন নিজেই তাদের ডিটেইলস চাইতে পারে বা ডিলিট করে দিতে পারে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে টাইপিং ইনডিকেটর এবং Apple Cash এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

Phone অ্যাপ: আননোন নাম্বার থেকে কল এলে অটোমেটিক্যালি সেটির কল স্ক্রিনিং হবে, এক্ষেত্রে কলারের নাম এবং কল করার কারণ জিজ্ঞাসা করা হবে। একইভাবে কল কানেক্ট হলে Hold Assist ফিচার অ্যালার্ট করবে।

Visual Intelligence: ফোনে যে কোনো স্ক্রিনশট ফোনে ওপেন করে সেটির ডিটেইলস বের করা যাবে এবং সহজেই প্রোডাক্ট ডিটেইলস ও ইভেন্ট ডিটেইলস জানা যাবে।

Genmoji: দুটি আলাদা ইমোজি মিশিয়ে একটি নতুন ইমোজি তৈরি করা যাবে।

Live Translation: ম্যাসেজে ইনকামিং ও আউটগোয়িং ম্যাসেজ অটোমেটিক ট্রান্সলেট করা যাবে।

CarPlay আপডেট

CarPlay-তে নতুন কম্প্যাক্ট ভিউ আসবে, এটি নেভিগেশন বিঘ্নিত না করেই কলার ডিটেইলস দেখিয়ে দেবে। এতে Tapbacks এবং পিন্ড কনভারসেশনের সুবিধা পাওয়া যাবে। একইভাবে CarPlay Ultra সাপোর্টও পাওয়া যাবে।

Apple Maps

Visited Places: ইউজারদের সম্প্রতি দেখা লোকেশন (কোনো দোকান বা রেস্তোরাঁ) ম্যাপে আলাদাভাবে দেখাবে। এতে পছন্দের রাস্তার পাশাপাশি আনুমানিক সময় এবং বিকল্প রাস্তা সম্পর্কে জানা যাবে।

Apple Wallet

ইন-স্টোর Apple Pay এর মাধ্যমে পেমেন্ট করলে ইনস্টলমেন্ট বা রিওয়ার্ড অপশন পাওয়া যাবে। বোর্ডিং পাসে রিয়েল-টাইম আপডেটের জন্য Live Activities এবং এয়ারপোর্ট নেভিগেশনের জন্য ম্যাপে সহজ অ্যাক্সেস পাওয়া যাবে।

Apple Music

Lyrics Translation এবং Pronunciation সহ AutoMix ফিচার যোগ করা হয়েছে। এর সাহায্যে গানের কথা ট্রান্সলেট করা যাবে, কারাওকে গাওয়া যাবে এবং গানের মধ্যেই DJ এর মতো স্মুথ ট্রানজিশন ব্যাবহার করা যাবে।

Apple Games

নতুন অপারেটিং সিস্টেমে আইফোন ইউজাররা সমস্ত অ্যাপেল গেম এক জায়গায় পাবেন। ইউজাররা তাদের অ্যাপেল মার্কেটের টাইটেল একই লাইব্রেরিতে আরও ভালোভাবে অরগানাইজ করতে পারবেন।

Wi-Fi এর সুবিধা

ক্যাপ্টিভ ওয়াইফাই নেটওয়ার্ক (যেমন হোটেল বা ক্যাফে) কোনো একটি ডিভাইসে লগইন করলে অটোমেটিক সমস্ত অ্যাপেল ডিভাইসে সিঙ্ক হয়ে যাবে।

iOS 26 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

এইসব আইফোনে পাওয়া যাবে iOS 26

আইফোন 16 সিরিজ

  • iPhone 16e
  • iPhone 16
  • iPhone 16 Plus
  • iPhone 16 Pro
  • iPhone 16 Pro Max

আইফোন 15 সিরিজ

  • iPhone 15
  • iPhone 15 Plus
  • iPhone 15 Pro
  • iPhone 15 Pro Max

আইফোন 14 সিরিজ

  • iPhone 14
  • iPhone 14 Plus
  • iPhone 14 Pro
  • iPhone 14 Pro Max

আইফোন 13 সিরিজ

  • iPhone 13
  • iPhone 13 mini
  • iPhone 13 Pro
  • iPhone 13 Pro Max

আইফোন 12 সিরিজ

  • iPhone 12
  • iPhone 12 mini
  • iPhone 12 Pro
  • iPhone 12 Pro Max

আইফোন 11 সিরিজ

  • iPhone 11
  • iPhone 11 Pro
  • iPhone 11 Pro Max

iPhone SE (2nd generation and later)

কবে থেকে পাওয়া যাবে iOS 26?

কোম্পানি বর্তমানে আইওএস 26 প্রিভিউ পেশ করেছে। ফোনে রোলআউট করতে এখনও বেশ সময় লাগবে। আগামী জুলাই মাসে কোম্পানির পক্ষ থেকে এটির বিটা ভার্সন রোলআউট করা হতে পারে। Apple Developer Program এর সঙ্গে যুক্ত হয়ে এটি ইউজাররা তাদের আইফোনে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন। আলাদা আলাদা লেভেলের বিটা ভার্সনের পর এটির ফাইনাল ভার্সন জারি করা হবে। আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসের শুরুতে iPhone 17 সিরিজের সঙ্গেই iOS 26 অপারেটিং সিস্টেম পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here