iPhone 14 কবে হতে চলেছে লঞ্চ, এই ফোনটি‌র সম্ভাব‍্য দাম থেকে ফিচার এবং কতগুলি মডেল হতে চলেছে লঞ্চ, জেনে নিন বিস্তারিত

যেমনটা আমরা জানি প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে Apple-এর পক্ষ থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয় এবং এখানেই কোম্পানি তাদের নতুন আইফোন সিরিজ পেশ করে, এই ইভেন্টে‌র কিছুদিন আগে থেকেই এই সিরিজের জন্য চর্চা শুরু হয়ে যায়। এইবার কোম্পানি iPhone 14 লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটির জন্য চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে, যে আগের বছরের মত এই বছরও চারটি মডেল পেশ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখনও পর্যন্ত যে লিক রিপোর্ট সামনে এসেছে তা অনুযায়ী এইবার কোম্পানি মিনি ভার্সন পেশ করবে না। আবার রিপোর্ট অনুযায়ী এইবার iPhone 14 এবং প্রো ম্যাক্স মডেলের মধ্যে অনেক পার্থক্য দেখা যেতে পারে। নতুন আইফোনের সম্পর্কে যে চর্চা চলছে সেটার উপর ভিত্তি করেই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে, এখানে iPhone 14 সিরিজের লঞ্চ ডেট, স্পেসিফিকেশন, ভারতে এই ফোনের দাম এবং মডেলের সমস্ত তথ্য ডিটেইলসে জানানো হয়েছে।

iPhone 14-এর লঞ্চ ডেট

বিগত কয়েক বছর ধরে অ্যাপেল নিজের নতুন আইফোন সিরিজ সেপ্টেম্বর মাসে লঞ্চ করছে এবং এই বছর‌ও এরকমটাই হবে আশা করা হচ্ছে। যদিও কোম্পানি আধিকারিক রূপে এখনো তারিখ ঘোষণা করেনি, কিন্তু আশা করা হচ্ছে যে iPhone 14 সিরিজটি‌কে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করা যেতে পারে। iHacktu ileaks নামক এক টিপস্টার বলেছেন, যে কোম্পানি এই সিরিজটিকে 13 সেপ্টেম্বর গ্লোবাল লঞ্চ করতে পারে এবং এই দিনেই ভারতেও উপলদ্ধ হতে পারে। যদিও কোনো অফিশিয়াল সোর্সের কথা এখানে বলা হয়নি, কিন্তু আশা করা হচ্ছে যে এই তারিখের কাছাকাছি সময়েই ফোনটিকে লঞ্চ করা যেতে পারে।

আবার টিপস্টার এই ফোনের সেলের ডেট সম্পর্কে‌ও বলেছেন। তিনি বলেছেন, যে iPhone 14-এর সমস্ত মডেল 23 সেপ্টেম্বর থেকে সেলের জন্য উপলদ্ধ হতে পারে। কিন্তু এই লিক রিপোর্ট সামনে আসার কিছুদিন পরে অন্য তথ্য জানা গেছে, যে নতুন আইফোন সিরিজ 13 সেপ্টেম্বর লঞ্চ হলেও সেলের ডেট পিছোতে পারে। Nikkei Asia-এর জারি করা একটি লিক রিপোর্টে দাবি করা হয়েছিলো, যে চিনে লকডাউনের জন্য এই আইফোনের প্রোডাকশন দেরি হচ্ছে, এমতাবস্থায় আইফোন সেলের জন্য উপলব্ধ হতে কিছুটা সময় লাগতে পারে। তিনি আরও বলেছেন, যে বাকি মডেল গুলি সেলের জন্য উপলব্ধ হয়ে গেলেও iPhone 14 Pro Max ফোনটির সেলের জন্য উপলব্ধ হতে সময় লাগতে পারে। এমতাবস্থায় হতে পারে, যে কোম্পানি iPhone 14-এর লঞ্চ ডেট যেটি এখনও পর্যন্ত 13 সেপ্টেম্বর মনে করা হচ্ছিল, সেই লঞ্চ ডেট এবং সেল ডেট দুটিকেই পিছিয়ে দিতে পারে।

iPhone 14 সিরিজের সমস্ত মডেল

গত বছরে কোম্পানি iPhone 13 সিরিজে চারটি মডেল পেশ করেছিল, যেখানে iPhone 13 সহ iPhone 13 মিনি, iPhone 13 প্রো এবং iPhone 13 প্রো ম্যাক্স লঞ্চ করা হয়েছিল। কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী iPhone 13 মিনির সেল খুব ভালো হয়নি। এইজন্য কোম্পানি এই মডেলটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় iPhone 14 সিরিজে iPhone 14 Plus অথবা Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro লঞ্চ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী গতবারের তুলনায় এই বারের নতুন আইফোন মডেলে অনেক পার্থক্য দেখা যেতে পারে।

iPhone 14-এর ভারতীয় দাম (price in India)

এখনও পর্যন্ত ইউজাররা এটাই বলতো, যে আইফোন খুব দামী হয়। কিন্তু, এখন যে সমস্ত রিপোর্ট সামনে এসেছে, তা দেখে এটাই বলা যায় আইফোন 14 খুব দামী হতে চলেছে। এর পিছনে মূলত দুটি কারণ আছে। প্রথম কারণ হলো এইবার কোম্পানি মিনি ভার্সনটিকে বন্ধ করে দিতে চলেছে। এমতাবস্থায় বেস মডেলের দাম‌ই বেশি হয়ে যাবে। আবার ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেও ফোনের দামে অনেক পার্থক্য দেখা যাবে। লিক রিপোর্ট অনুযায়ী এইবার ফোনের দামে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। যেখানে আইফোন 13-এর দাম শুরু হতো 79,900 টাকা থেকে। সেখানে এইবার iPhone 14-এর ভারতীয় দাম 89,900 টাকা হতে পারে, আবার কোম্পানি iPhone 14 Max ফোনটিকে 99,900 টাকায় পেশ করতে পারে। iPhone 14 Pro-এর দাম 1,29,900 টাকা এবং iPhone 14 Pro Max-এর দাম 1,39,900 টাকা হতে পারে এমনটাই আশা করা হচ্ছে।

iPhone 14-এর ডিজাইন

iPhone 14-এর ডিজাইনের কথা বলা হলে প্রত্যেকবার ইউজাররা ভাবে যে এই বার কোম্পানি অনেক বদল করবে, কিন্তু এমন কিছুই হয় না। ছোটো খাটো ডিজাইন চেঞ্জ করে কোম্পানি পেশ করে। এইবারও বেশি কিছু বদল করবে না কোম্পানি। বিশেষত বেস মডেলে প্রায় একই রকম ডিজাইন দেখা যেতে পারে। আইফোন 14 সিরিজটি‌কে কোম্পানি বক্স ডিজাইনে পেশ করতে পারে, যেখানে এজ গুলি স্পষ্ট দেখা যেতে পারে। বড়ো মডেলে কিছু বদল দেখা যেতে পারে, এইবার ডিসপ্লেতে কিছু বদল দেখতে পাওয়ার আশা করা হচ্ছে।

iPhone 14-এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: iPhone 14-এর সব মডেলে এইবার OLED ডিসপ্লে দেখা যেতে পারে, এই ডিসপ্লে আইফোন 12 এবং 13- দেখা গিয়েছিল। যদিও এইবার বলা হচ্ছে, যে কোম্পানি iPhone 14 এবং iPhone Plus অথবা Max মডেলটিকে ProMotion ডিসপ্লে সহ পেশ করতে পারে। এরসাথে বেস মডেলে হাই রিফ্রেশরেট দেখা যেতে পারে।

স্ক্রিন সাইজের কথা বলা হলে iPhone 14 এবং iPhone 14 Plus অথবা Max মডেলটিকে 6.1-ইঞ্চির LTPS OLED ডিসপ্লে 90Hz স্ক্রিন রিফ্রেশরেট সহ পেশ করা যেতে পারে। এইবার ভ্যারিয়েবেল রিফ্রেশরেট এবং অল‌ওয়েজ অন ডিসপ্লে নাও দেখা যেতে পারে। বড়ো মডেল iPhone 14 Pro এবং Pro Max মডেলটিকে কোম্পানি 6.7-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটের সাথে পেশ করতে পারে।

ক্যামেরা: আইফোনে ক্যামেরার সংখ্যা কম থাকলেও কোয়ালিটি খুবই ভালো হয় এবং কোম্পানি একটি বেঞ্চ মার্ক সেট করে দেয়। নতুন সিরিজের ক্যামেরার কথা বলা হলে বেস মডেলে 12MP-এর ডুয়াল ক্যামেরা দেখা যেতে পারে। এর সাথে 12MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। কিন্তু খবর অনুযায়ী প্রধান ক‍্যামেরা‌য় পুরনো মডেলের তুলনায় কোনো পার্থক্য দেখা যাবে না। আবার টিপস্টার Ming-Chi Kuo-এর অনুযায়ী সেলফি ক্যামেরার অ্যাপার্চার আপগ্রেড হতে পারে। কোম্পানি f/1.9 অ্যাপার্চার ব‍্যবহার করতে পারে, এই ক‍্যামেরা‌টি অটো ফোকাস ফিচার সাপোর্ট করতে পারে। পুরোনো মডেলে f/2.2-এর ফিক্সড ফোকাস অ্যাপার্চার দেওয়া হয়েছিলো।

যদিও বড়ো মডেলে ক্যামেরায় আপগ্রেড হতে পারে। এইবার ক্যাপসুল শেপের পাঞ্চ হোল স্ক্রিনের উপরে দেখা যেতে পারে। এইবার ক্যামেরার সাথে Face ID dot projector দেওয়া যেতে পারে। Ross Young বলেছেন, যে কোম্পানি ডিসপ্লেতে Face ID-এর জন্য হার্ডওয়ার দিতে পারে, যা নতুন ডিজাইন
অনুযায়ী ডিসপ্লে ছোট রাখতে সাহায্য করবে। iPhone 14 Pro এবং Pro Max-এর ক্যামেরার কথা বলা হলে, এই ফোনে 48MP-এর হাই রেজ্যুলেশন ক্যামেরা দেওয়া যেতে পারে।

কানেক্টিভিটি: যদিও আশা হচ্ছিলো, যে এইবার অ্যাপেল আইফোনে USB-C পোর্ট দেওয়া যেতে পারে, কিন্তু লিক রিপোর্ট অনুযায়ী আইফোন 14 সিরিজে এমন কিছু হবে না, কোম্পানি লাইটিং পোর্টের সাথেই লঞ্চ করতে পারে। আইফোন iPhone 15-এর সাথে কোম্পানি এই টেকনোলজি পেশ করতে পারে। কারণ ইউরোপীয় ইউনিয়ন এটিকে আবশ্যক করে দিয়েছে।

যে জিনিসের চর্চা করা হচ্ছে, সেটি হলো Apple 14 সিরিজের satellite connectivity ফিচার। এই ফিচারটি আপৎকালীন পরিস্থিতি‌তে খুবই কার্যকর হতে চলেছে, এই ফিচারে সিম কার্ড ছাড়া ছোট মেসেজ পাঠানো যাবে। এর সাথে আশা করা হচ্ছে, যে এইবার কোম্পানি সিম স্লট দেওয়া বন্ধ করে দিতে পারে। ইউজাররা শুধুমাত্র e-SIM-এর অপশন‌ই পাবে। আবার নতুন আইফোনে Wi-Fi 6E পাওয়া যেতে পারে। এই সমস্ত তথ্য অ্যাপেল এনালিস্ট Ming-Chi Kuo-এর মাধ্যমে পাওয়া গেছে।

প্রসেসর: প্রসেসরের কথা বলা হলে এইবার আইফোন ইউজাররা হতাশ হতে পারে। বিশেষত সেই ইউজাররা হতাশ হবে যারা বেস ভেরিয়েন্ট নেওয়ার পরিকল্পনা করেছিল। নতুন iPhone 14 সম্পর্কিত তথ্য অনুযায়ী কোম্পানি শুরুর দুটি মডেল iPhone 14 এবং Plus অথবা Max মডেল গুলিকে পুরোনো প্রসেসর A15-এর সাথে পেশ করতে পারে, আবার A16 Bionic প্রসেসরের সাথে শুধুমাত্র iPhone 14 এবং Pro Max মডেল পেশ করতে পারে। Ming-Chi Kuo বলেছেন, যে কোম্পানি পুরোনো প্রসেসের তুলনায় নতুন প্রসেসরে বেশি বদল করেনি। এমতাবস্থায় পারফরম্যান্সে খুব বেশি পার্থক্য দেখা যাবে না।

এইবার নতুন মডেলে vapour chamber cooling system দেখা যেতে পারে। কোম্পানি এই ফিচারে কাজ করছে। Ming-Chi Kuo বলেছেন, যে ভ্যাপার চ্যাম্বার অ্যান্ড্রয়েডে যেমন কাজ করতে দেখা গেছে ঠিক সেইরকম ভাবেই কাজ করবে। এইবার কুলিং সিস্টেমের সাথে পেশ করার সবথেকে বড়ো কারণ 5জি কানেক্টিভিটি। এই কারনেই ইন্টারনেট স্পিড বেড়ে গেছে এবং আইফোনে হিটিঙের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বেস ভেরিয়েন্ট ইউজারদের জন্যেও এইক্ষেত্রে হতাশাজনক খবর পাওয়া গেছে। কারণ প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানি শুধুমাত্র iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেল গুলিকেই এই ফিচারের সাথে পেশ করতে পারে।

সফ্টওয়্যার: iPhone 14-এর সমস্ত মডেলে iOS 16 IAS আউট অফ দি বক্স দেখা যেতে পারে। নতুন আইওএসে সবচেয়ে বড়ো পরিবর্তন হিসেবে লক স্ক্রিনের ফিচারে দেখা যেতে পারে। কোম্পানি এইবার থেকে লক স্ক্রিনে কাস্টোমাইজেশান ফিচার পেশ করতে পারে। এখন থেকে লক স্ক্রিনে ফোটো, ফন্ট স্টাইল, অ্যালার্ম, ক‍্যালেন্ডার, ডেট, ওয়েদার, টাইম জোন এবং ব‍্যাটারি লেভেল সহ অন‍্যান‍্য উইজেট‌ও সেট করা যেতে পারে। ইউজাররা একটি ফোনেই অনেকগুলি লক স্ক্রিন সেট করতে পারবে। কিছু দিন আগেই কোম্পানি iOS 16-এর বিটা রিলিজ করে ছিল, যেখানে ফোনের সমস্ত ফিচার দেখা যেতে পারতে।

এর সাথে iOS 16-এ শেয়ার্ড ফোটো লাইব্রেরী ফিচার, ফাস্ট টাইপিংয়ের জন্য ডিটেকশন কিবোর্ড, হেলথ ফিচার, ইমেল শিডিউলিং, মাল্টি স্টপ ম্যাপ, ভিডিওতে টেক্সচার সাপোর্ট এবং ট্রাভেলের সময় গ্রুপ ট্যাবের মতো ফিচার পাওয়া যাবে।

সব মিলিয়ে বলা যেতে পারে আইফোন 14-এর অনুভূতি মিশ্র হতে পারে। ভালো ফিচারের জন্য কোম্পানি বাহবা পাওয়ার সাথে পুরোনো ফিচারে মানুষের ট্রল‌ও সহ‍্য করতে হবে। কিন্তু যাই হোক iPhone 14-এর জন্য অপেক্ষা তো করাই হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here