13,700 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে iPhone 15, শখ পূরণের সুবর্ণ সুযোগ!

যেসব ইউজাররা নতুন আইফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টে আয়োজিত সেলে সুবর্ণ সুযোগ রয়েছে! বর্তমানে Flipkart Flagship Sale চলছে এবং Apple ফোনগুলি কম দামে কেনা সুযোগ দেওয়া হচ্ছে। এই ফ্লিপকার্ট সেলে iPhone 15 (128GB ভেরিয়েন্ট) লঞ্চের দাম 79,900 ছিল এবং ফোনটি 65,499 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 15 ফোনটিতে দেওয়া অফার সম্পর্কে।

iPhone 15 এর অফার

কোম্পানির অফিসিয়াল সাইটে Apple iPhone 13 ফোনটি 128GB ভেরিয়েন্ট 79,600 টাকা দামে সেল করা হচ্ছে। কিন্তু ফ্লিপকার্টে ফ্ল্যাগশিপ সেলের মাধ্যমে ফোনটি 13,700 টাকা সস্তা অর্থাৎ 65,499 টাকা দামে কেনা যাচ্ছে। এই ডিসকাউন্ট ছাড়াও বেশ কিছু ব্যাঙ্ক অফার ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,000 টাকা পর্যন্ত 10% ডিসকাউন্ট, আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড EMI ট্রানজেকশনে 1,500 টাকা পর্যন্ত 10% ডিসকাউন্ট, আইসিআইসিআই ব্যাঙ্ক ডেভিট কার্ড ট্রানজেকশনে 750 টাকা পর্যন্ত 10% ডিসকাউন্ট এবং ফোনটি 10,917/মাসের No Cost EMI এর মাধ্যমে কেনা যাবে। এছাড়া এই ফোনটিতে 50,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস ডিসকাউন্ট অফারও দেওয়া হচ্ছে।

Note: জানিয়ে রাখি Flipkart Flagship Sale সেল 6th August থেকে 15th August 2024 পর্যন্ত চলবে।

iPhone 15 কি কেনা উচিৎ?

গত বছর লঞ্চ হওয়া iPhone 14 ফোনটির তুলনায় iPhone 15 ফোনটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট যোগ করা হয়েছে। এতে কোম্পানি পক্ষ থেকে নন-প্রো মডেলেও ডায়নামিক আইল্যান্ড দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এটি আগে শুধুমাত্র iPhone 14 Pro এবং এর চেয়ে বড় মডেলে দেওয়া হত। এটি একটি ডায়নামিক নচ যা Uber, Zomato ইত্যাদির নোটিফিকেশন ট্র্যাক করার জন্য প্রয়োজন অনুযায়ী আকার পরিবর্তন করে। এটি চিরাচরিত চওড়া নচের স্থান দখল করে নিয়েছে।

বর্তমানে iPhone 15 ফোনটির দামে এই ডিসকাউন্ট অফার বেশ ভালোই, কিন্তু জানিয়ে রাখি এই বছর মে মাসে Flipkart Big Saving Days সেল চলাকালীন এই ফোনের দাম আরও কম ছিল। এখন 65,499 টাকা দামের ফোনটি তখন মাত্র 63,999 টাকা দামে বেচা হচ্ছিল।

এছাড়া আইফোন 15 ফোনটি কেনার আগে জেনে রাখুন এই ফোনটিতে বেশিরভাগ নতুন এআই ফিচারগুলি পাওয়া যাবে না। অ্যাপেলের পক্ষ থেকে এই মাসে WWDC ইভেন্টের মাধ্যমে এটি অ্যাপেল ইন্টেলিজেন্স নামে লঞ্চ করা হয়েছিল। তাও যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তাঁরা যদি অক্টোবর মাস অর্থাৎ পূজার মরশুম পর্যন্ত অপেক্ষা করতে পারেন তবে তখন সেলে এর থেকেও কম দামে ফোনটি আওয়া যাবে। কারণ আগামী সেপ্টেম্বর মাসে iPhone 16 সিরিজ লঞ্চ করা হবে। তবে অপেক্ষা করতে না চাইলে এখন আইফোন 15 কেনাই যায়।

iPhone 15 এর স্পেসিফিকেশন

এই ফোনটিতে হেভি গেমিং এবং অন্যান্য প্রসেসিঙের জন্য শক্তিশালী A16 বায়োনিক চিপসেট রয়েছে। এই ফোনটিতে একটি নতুন 48MP ক্যামেরা যা 12MP সেন্সরের জায়গা নিয়েছে। এই ক্যামেরা সেন্সর আপগ্রেডের কারণে কম আলোতেও ফোন দিয়ে তোলা ছবিগুলি বেশ ভালো আসে। আইফোন 15 ফোনটিতে 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডায়নেমিক আইল্যান্ড ডিসপ্লে দেওয়া হয়েছে।

তবে iPhone 15 ফোনটিতে 60Hz ডিসপ্লে রয়েছে, যা Android ফোনের 120Hz প্যানেলের তুলনায় কিছুটা পুরনো। যদি iPhone 15 ফোনটি না হয়, তাহলে একমাত্র অন্যান্য প্রতিযোগী হল OnePlus 12 এবং iQOO 12 স্মার্টফোন। এই ফোনদুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট রয়েছে। এছাড়া Exynos 2400 চিপসেট সহ Samsung Galaxy S24 ফোনটিও প্রতিযোগিতার দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here