লঞ্চের আগেই লিক হল iPhone 16 Pro এর কালার অপশন, দেখে নিন লুক

iPhone 15 সিরিজ লঞ্চের পর থেকেই iPhone প্রেমীরা 16 সিরিজের জন্য অপেক্ষা করছে। এবার iPhone 16 সিরিজ সম্পর্কে একটি রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট থেকে আপকামিং ফোনের সম্ভাব্য কালার এবং ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। লিক অনুযায়ী iPhone 16 সিরিজে পাঁচটি মডেল লঞ্চ করা হবে এবং এই ফোন হলুদ ও গ্রে কালারে পেশ করা হবে। বিস্তারিত জেনে নেওয়া যাক এই রিপোর্ট সম্পর্কে।

iPhone 16 Pro এর কালার অপশন (লিক)

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার Majin Bu জানিয়েছেন iPhone 16 Pro ফোনটি দুটি নতুন কালার অপশনে পেশ করা হবে।
  • এই ফোনটি ডেজার্ট ইয়েলো/ডেজার্ট টাইটেনিয়াম এবং সিমেন্ত গ্রে/টাইটেনিয়াম গ্রে কালারে পেশ করা হতে পারে। এর মধ্যে ডেজার্ট টোন iPhone 14 Pro এর গোল্ড শেডের মতো হবে, অর্থাৎ এর কালার ডার্ক হবে।
  • এখনও পর্যন্ত অ্যাপেল তাদের এই রংগুলির ফাইনাল নাম ঠিক করে ওঠেনি বলেই মনে করা হচ্ছে, তাই প্রতিটি রঙের দুটি করে নাম অপশন রয়েছে।
  • অন্য কিছু কালার অপশন নিয়েও আলোচনা করা হচ্ছে, তবে সেগুলি ফাইনাল লাইনআপে যোগ করার সম্ভাবনা কম।

iPhone 16 এর মডেল (লিক)

  • সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছিল, এই বছর চিরাচরিত চারটির বদলে পাঁচটি আইফোন লঞ্চ করা হবে। iPhone 16 সিরিজে iPhone 16 এর সঙ্গে সঙ্গে iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max এবং iPhone 16 SE লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি সাধারণত তাদের iPhone SE মডেল আলাদাভাবে পেশ করে। কারণ এই ফোনটি রেগুলার সিরিজের অংশ নয়।
  • iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর সম্ভাব্য ডিজাইন
  • অন্য কিছু রিপোর্ট অনুযায়ী iPhone 16 Pro ফোনে 6.3-ইঞ্চির এবং iPhone 16 Pro Max ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
  • স্ক্রিন সাইজ বাড়ানোর ফলে এই দুটি ফোনে 5x টেট্রাপ্রিজম টেলিফটো ক্যামেরা লেন্স যোগ করা হতে পারে।
  • এই দুটি প্রো মডেলে একটি মাল্রি পারপাস অ্যাকশন বাটন দেওয়া হতে পারে। এই বাটনে ইউজাররা নিজেদের সুবিধা অনুযায়ী বিভিন্ন ফাংশন সেট করতে পারবেন।
  • iPhone 16 Pro ফোনে পাওয়ার বাটনের নিচে একটি নতুন ক্যাপচার বাটন থাকতে পারে।
  • iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনদুটি আগের মতোই Grade 5 Titanium (Ti-6Al-4V) ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here