Apple এমন এক টেক ব্র্যান্ড যারা বছরে মাত্র একবার তাদের মোবাইল লঞ্চ করে এবং সেই ফোনের দৌলতে পরবর্তী গোটা বছর শিরোনামে ছেয়ে থাকে। গতকাল এমনই একটি দিন ছিল, যার অপেক্ষা কোম্পানির ফ্যানরা দীর্ঘদিন ধরে করে এসেছে। অ্যাপেল তাদের নতুন iPhone 17 series লঞ্চ করেছে। কোম্পানি পক্ষ থেকে এই সিরিজের অধীনে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সিরিজের ভ্যানিলা মডেল iPhone 17 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
iPhone 17 স্মার্টফোনটির 256GB স্টোরেজ অপশন 82,900 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে স্মার্টফোনের 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,02,900 টাকা রাখা হয়েছে। 12 সেপ্টেম্বর সন্ধ্যা 5 টা 30 মিনিটে ভারতে iPhone 17 স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হবে এবং 19 সেপ্টেম্বর থাকে স্মার্টফোনটির সেল শুরু হবে। এমেক্স, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইউজাররা 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
অ্যাপেল ফ্যানরা নতুন আইফোনের ডিজাইনের পরিবর্তন দেখা জন্য অধীর অপেক্ষায় বসে থাকে। iPhone 17 স্মার্টফোনের ডিজাইন আগের iPhone 16 স্মার্টফোনের মতো দেখাচ্ছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি উপরের ডানদিকে রাখা হয়েছে এবং ক্যামেরা লেন্স প্যানেল থেকে কিছুটা উঁচু হয়ে রয়েছে। এই স্মার্টফোনটি Aluminium ফ্রেম দিয়ে তোরই করা হয়েছে। ফ্যানদের জন্য iPhone 17 স্মার্টফোনে Action button দেওয়া হয়েছে।
নতুন iPhone 17 স্মার্টফোনটি Black, White, Mist Blue, Sage এবং Lavender এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। অসাধারণ ডিজাইনের iPhone 17 স্মার্টফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়ছে। নতুন স্মার্টফোনটিতে 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Apple A19 চিপসেট দেওয়া হয়েছে। এতে 16-core Neural Engine ব্যাবহার করা হয়েছে। এই প্রসেসরে দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করা যাবে। Apple এর পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রসেসর মাধ্যমে iPhone 17 স্মার্টফোনটিতে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে।
জানিয়ে রাখি এতদিন আইফোনের ভ্যানিলা মডেলের বেস ভেরিয়েন্টে 128GB স্টোরেজ দেওয়া হত। তবে নতুন iPhone 17 ফোনের বেস মডেলে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই অ্যাপেল স্মার্টফোনটি iOS 26 সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে অসাধারণ অ্যাডভান্স ফিচার উপভোগ করা যাবে। নতুন আইওএস সহ দৈনন্দিন কাজ আরও সহজ হয়ে উঠবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ফটো, ওয়ালপেপার ও উইজেটস সহ আরও মজবুত সিকিউরিটি এক্সপিরিয়েন্স করা যাবে।
Apple iPhone 17 স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেয়ের উপরে পিল শেপের পাঞ্চ-হোল Dynamic Island রয়েছে, তবে এর সাইজ আগের মডেলগুলির তুলনায় কমানো হয়েছে। এই ট্রুটোন ProMotion স্ক্রিনে 460ppi 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
রাতের অন্ধকারে iPhone 17 স্মার্টফোনটির ডিসপ্লেতে কমপক্ষে 1নিট ব্রাইটনেস পাওয়া যাবে, এর ফলে চোখ সুরক্ষিত থাকবে। একইভাবে আউটডোর ভিজিবিলিটির জন্য 3000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। স্মুথ স্ক্রলিঙ্গের জন্য এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
অ্যাপেল আইফোন ক্যামেরার দৌলতে সব সময় শিরোনামে ছেয়ে থাকে। নতুন আইফোন 17 সম্পর্কেও ইউজাররা যথেষ্ট আশাবাদী। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 26mm ফোকাল লেন্থ সহ 48MP Fusion ক্যামেরা দেওয়া হয়েছে। এই লেন্সের সঙ্গে Sensor-shift OIS ফিচার যোগ করা হয়েছে।
একইসঙ্গে এই ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 52mm ফোকাল লেন্থ সহ 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। এতে 2x Telephoto লেন্স সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য iPhone 17 স্মার্টফোনটিতে 18MP ‘সেন্টার স্টেজ সেলফি সেন্সর’ যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেন্সর ফ্রেম অনুযায়ী ফটোর আসপেক্ট রেশিও পরিবর্তন করে, এর ফলে পারফেক্ট সেলফি পাওয়া যায়।
অ্যাপেল তাদের আইফোন লঞ্চের সময়ে এমএএইচ ব্যাটারি পাওয়ার সম্পর্কে জানায় না। এইবারও কোম্পানি তাদের তধারা বজায় রেখেছে। কোম্পানির পক্ষ থেকে ব্যাটারি ক্যাপাসিটি জানানো হয়নি, তবে স্পষ্ট জানিয়ে দিয়েছে iPhone 17 স্মার্টফোনটি ফুল চার্জ করার পর আগের iPhone 16 মডেলের তুলনায় 8 ঘন্টা বেশি ব্যাকআপ দেবে। অন্যদিকে কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করলে 8 ঘন্টার ব্যাকআপ উপভোগ করা যাবে।













