আগামী বছর অর্থাৎ 2026 সালে আসন্ন Apple কোম্পানির ফোনগুলি এখন থেকেই শিরোনামে আসতে শুরু করেছে। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের এই বছর লঞ্চ হওয়া iPhone Air ফোনের সাক্সেসার মডেল iPhone Air 2 ফোনে কাজ করছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। মনে করিয়ে দিই আগের মডেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভালো স্মার্টফোনে সিঙ্গেল ক্যামেরা দেখা যায় না বললেই চলে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে আপকামিং iPhone Air 2 ফোনের তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন কোম্পানি এই ফোনটির দ্বিতীয় প্রজন্মের মডেলে কাজ শুরু করে দিয়েছে। এবার ফোনটির ডিজাইন এবং ক্যামেরা সেগমেন্টে বড়সড় আপগ্রেড দেখা যাবে। টিপস্টার একটি ছবিও শেয়ার করেছেন এবং এর থেকে আপকামিং ফোনটির ডিজাইনের আভাস পাওয়া যাচ্ছে। তবে তিনি জানিয়ে দিয়েছেন এটি অফিসিয়াল প্রোডাক্টের ফাইনাল ডিজাইন নয়। অর্থাৎ ছবি এবং ডিটেইলস থেকে শুধুমাত্র ধারণা করা যায় এই ফোনটি কেমন হবে।
লিক অনুযায়ী, iPhone Air 2 ফোনে আগের মডেলের মতোই আলট্রা দিন এবং হালকা ডিজাইন থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে এবারও হরাইজন্টাল ক্যামেরা বার দেওয়া হতে পারে। আগের iPhone Air ফোনেও এমনটাই দেখা গেছে। আপকামিং ফোনটিতে 6.5 ইঞ্চির হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 3D ফেসিয়াল রিকগনিশন ফিচার থাকতে পারে।
এই ফোনটির ক্যামেরা সেকশনে সবচেয়ে বেশি আপগ্ৰেড করা হবে। iPhone Air ফোনটিতে শুধুমাত্র 48MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছিল। এবার iPhone Air 2 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 48MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। এর ফলে আরও ভালো ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
লিক অনুযায়ী, Apple তাদের আপকামিং iPhone 18 সিরিজের জন্য নতুন A20 এবং A20 Pro প্রসেসরে কাজ করছে। iPhone Air 2 ফোনে A20 Pro চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পারফরমেন্স এবং ব্যাটারি এফিসিয়েন্সির দিক থেকে এই প্রসেসর দারুণ কার্যকর হবে।
রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের 2026 আসন্ন আইফোন সিরিজের সঙ্গেই iPhone Air 2 ফোনটি লঞ্চ করবে। এই সিরিজের অধীনে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন পেশ করা হতে পারে। এছাড়া সিরিজের iPhone 18 এবং iPhone 18e ফোনগুলি 2027 সালের শুরুতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।
যেসব ইউজাররা প্রিমিয়াম আইফোন ডিজাইনের পাশাপাশি হালকা ফর্ম ফ্যাক্টর ও ফ্ল্যাগশিপ পারফরমেন্স পছন্দ করেন মূলত তাদের জন্য Apple iPhone Air 2 লঞ্চ করা হবে। আপকামিং Samsung Galaxy S25 সিরিজ, Google Pixel 10 সিরিজের ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
Apple তাদের iPhone Air 2 ফোনটি আগের মডেলের তুলনায় কম দামে লঞ্চ করলে ইউজারদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। যারা আগামী বছর একটি স্টাইলিশ প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতেই পারেন।










