লঞ্চ হল Apple এর সবচেয়ে পাতলা iPhone Air স্মার্টফোন! থিকনেস মাত্র 5.6mm এবং রয়েছে iPhone 17 Pro Max স্মার্টফোনের মতো প্রসেসর

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে গতকাল Apple iPhone 17 সিরিজ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে একইসঙ্গে iPhone 17, 17 Pro এবং 17 Pro Max সহ iPhone Air স্মার্টফোনগুলি ভারতের বাজারে পেশ করা হয়েছে। এই প্রথম অ্যাপেল তাদের ‘এয়ার’ টাইটেল সহ স্মার্টফোন লঞ্চ করেছে। আগে শুধুমাত্র Apple Macbook Air বাজারে পেশ করা হত। এবার এই লিস্টে আইফোন এয়ার যোগ হল।

জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেল 256GB স্টোরেজ অপশন 1,19,900 টাকা, 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,39,900 টাকা দামে পেশ করা হয়েছে। একইসঙ্গে টপ মডেল 1TB স্টোরেজ অপশনের দাম 1,59,900 টাকা রাখা হয়েছে।

আগামী 12 সেপ্টেম্বর সন্ধ্যা 5 টা 30 মিনিটে স্মার্টফোনের প্রি-অর্ডার এবং 19 সেপ্টেম্বর থেকে সেল শুরু হবে। একইসঙ্গে এমেক্স, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইউজাররা 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 6 মাসের No-Cost EMI উপভোগ করতে পারবেন। ভারতের বাজারে আইফোন স্মার্টফোনটি Space Black, Cloud White, Light Gold এবং Sky Blue এর মতো চারটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

iPhone Air স্মার্টফোনটি ডিজাইনের জন্য অ্যাপেলের অন্যান্য মডেল থেকে অন্যরকম দেখাচ্ছে। এই স্মার্টফোনটি অত্যন্ত পাতলা অর্থাৎ এর থিকনেস মাত্র 5.6mm। এটি 5.8mm থিকনেস সহ Samsung Galaxy S25 Edge স্মার্টফোনের থেকেও পাতলা। এর ফলে থিকনেসের দিক দিয়ে অ্যাপেল এগিয়ে গেছে। জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনের ওজন মাত্র 165 গ্রাম।

iPhone Air স্মার্টফোনটির ডানদিকের ফ্রেমে পাওয়ার বাটন সহ ক্যামেরা কন্ট্রোল দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের বাঁদিকের ফ্রেমে ভলিউম বাটন এবং অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি Titanium frame দিয়ে তৈরি। একইসঙ্গে স্মারফনের ফ্রন্ট ও ব্যাক প্যানেলে Ceramic Shield প্রটেক্ট দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 4 গুণ স্ক্র্যাচ রেজিস্টেন্ট করতে সক্ষম। স্মার্টফোনের রেয়ার প্যানেলের উপরে হরিজেন্টাল শেপের ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একদিকে সিঙ্গেল ক্যামেরা লেন্স ও অন্যদিকে ফ্ল্যাশ লাইট যোগ করা করা হয়েছে। এই ক্যামেরা মডিউল প্যানেল থেকে কিছুটা উঁচু। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। অ্যাপেলের বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 30 মিনিট পর্যন্ত 6 মিটার জলের গভীরে থাকলেও সুরক্ষিত থাকবে।

 

আইফোন এয়ার স্মার্টফোনটিতে 2736 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ওএলইডি প্যানেল দিয়ে তৈরি ProMotion ডিসপ্লে, এতে 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 460ppi এবং 3000nits পিক ব্রাইটনেস রয়েছে। আঙুলের ছাপ থেকে স্মার্টফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য অ্যাপেলের পক্ষ থেকে এতে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টেন্ট oleophobic coating ব্যাবহার করা হয়েছে।

স্মার্টফোনটি এআই ফিচারযুক্ত অ্যাডভান্স iOS 26 সহ বাজারে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Apple A19 Pro প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 16‑core Neural Engine সহ সিপিইউ রয়েছে, যা 2 পারফরমেন্স বা 4 এফিসিয়েন্সি কোর সহ 6‑core CPU এবং নিউরাল এসকেলেটর সহ 5‑core GPU তে কাজ করতে সক্ষম।

iPhone Air স্মার্টফোনের ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন, সেন্সর-শিফ্ট OIS এবং 10x ডিজিটাল জুম ফিচারযুক্ত 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। একইভাবে iPhone Air স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 18 মেগাপিক্সেলের Center Stage সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেন্সর ফ্রেম অনুযায়ী ফটোর আসপেক্ট রেশিও পরিবর্তন করে, এর ফলে পারফেক্ট সেলফি পাওয়া যায়।

অ্যাপেলের পক্ষ থেকে আইফোন এয়ার স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি জানানো হয়নি, তবে স্পষ্ট জানিয়ে দিয়েছে iPhone Air স্মার্টফোনটি 27 ঘন্টার ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 30 মিনিটে 50% পর্যন্ত চার্জ হতে সক্ষম। এটি দ্রুত চার্জ করার জন্য এতে 20W ফাস্ট চার্জিং এবং 30W MagSafe চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনটিতে Wi‑Fi 7, Bluetooth 6 এবং NFC এর মতো অপশন পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here