iPhone এর মতো লউক ও ফিচার সহ লঞ্চ হল এই স্মার্টফোন, রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা

সম্প্রতি Tecno চীনে তাদের Spark 20C স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের Spark সিরিজের অধীনে Spark 20 পেশ করেছে। কোম্পানির গ্লোবাল সাইটে এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলের লউক এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। ফোনটির পেছনের দিকে দুটি ক্যামেরা সেন্সর ও একটি ফ্ল্যাশ সহ iPhone এর মতো ক্যামেরা সেটআপ রয়েছে। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউল ছাড়া নিচের দিকে টেকনো স্পার্ক ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।

আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার

টেকনো ডিজাইন ছাড়াও এই ফোনে আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ফিচার যোগ করেছে। কোম্পানি এই ফিচারের নাম রেখেছে ডায়নামিক পোর্ট। এর মাধ্যমে প্রয়োজনীয় নোটিফিকেশন ও অন্যান্য ডিটেইলস পাঞ্চ হোলের আশেপাশের স্ক্রিনে দেখা যাবে।

Tecno Spark 20 এর দাম

কোম্পানি এখনও পর্যন্ত তাদের এই ফোনের দাম জানায়নি। তবে বাজেট সেগমেন্টের স্পেসিফিকেশন থাকার কারণে বোঝা যাচ্ছে এই ফোনের দাম খুব একটা বেশি হবে না। এই ফন্তি মার্কেটে গ্র্যাভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট, নিয়ন গোল্ড এবং ম্যাজিক স্কিন 2.0 কালারে সেল করা হবে।

Tecno Spark 20 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 720×1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসর ও স্টোরেজ: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G85 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।
  • ওএস: এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং HiOS 13 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here