কেমন হবে ভারতে iQOO 15 ফোনটির দাম? লঞ্চের আগেই লিক হল ফোনের দাম

গত মাসে আইকু জানিয়েছিল আগামী 26 নভেম্বর iQOO 15 ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির সবচেয়ে শক্তিশালী এই ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সক লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই ফ্ল্যাগশিপ সেগমেন্টে আপকামিং ফোনটির দাম প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট গ্যাজেট 360 এর পক্ষ থেকে আইকু 15 ফোনের প্রাইস রেঞ্জ শেয়ার করা হয়েছে এবং এই ফোনটিকে একেবারেই ‘খুব দামী’ স্মার্টফোন বলা হয়নি।

ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে iQOO 15 ফোনটির দাম সম্পর্কেও জানা গেছে। ওয়েবসাইট রিপোর্ট অনুযায়ী 60,000 টাকার চেয়েও কম দামে আসন্ন ফোনটি লঞ্চ করা হবে। এই দাম লঞ্চ অফার সহ জানানো হয়েছে, এতে ডিসকাউন্ট অফারও যোগ করা হয়েছে। তবে আদতে ঠিক কত টাকার ডিসকাউন্ট জারি করা হবে, সেই বিষয়ে রিপোর্টের মাধ্যমে জানা যায়নি। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে iQOO 15 ফোনটি 60 হাজার টাকার চেয়ে বেশি দামে লঞ্চ করা হবে।

60 হাজার টাকার চেয়েও কম দামে ফোনটির সেল ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এই অফার ফ্ল্যাট ডিসকাউন্ট হিসাবে জারি করা হবে না কি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যম পাওয়া যাবে সেই বিষয়ে জানানো হয়নি। তবে বর্তমানে এই বিষয়ে সঠিক তথ্য জানার জন্য 26 নভেম্বর iQOO 15 ফোনটি লঞ্চের অপেক্ষা করতে হবে। এই ফোনটি 12GB এবং 16GB RAM ভেরিয়েন্টে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির iQOO 15 ফোনটিতে 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতের বাজারে iQOO 15 ফোনটি Android 16 এবং Origin OS 6 ইন্টারফেস সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে এই ফোনটি AI ক্ষমতাসম্পন্ন হতে চলেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15 ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে Global Direct Drive Power Supply 2.0 ফিচার রয়েছে, যা প্রয়োজন হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডের মাধ্যমে পাওয়ার সাপ্লাই করতে সক্ষম। এর ফলে ফোনটি গরম হয় না এবং ব্যাটারির ওপর অতিরিক্ত লোড পরবে না।

iQOO 15 5G ফোনটি কোম্পানির M14 লুমিনসেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনে 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এতে Samsung Everest LEAD ফিচারের ব্যাবহার করা হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পীক ব্রাইটনেস আউটপুট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO 15 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX921 OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iQOO 15 ফোনটি লঞ্চের আগেই 13 নভেম্বর ভারতের বাজারে OnePlus 15 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। অন্যদিকে 20 নভেম্বর একই প্রসেসর সহ ভারতে realme GT 8 Pro ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ নভেম্বর মাসে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ তিনটি ফোন লঞ্চ হতে চলেছে। এর ফ্ল্যাগশিপ সেগমেন্টে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here