iQOO তাদের নাম্বার সিরিজের আপকামিং ফোনটি নাম সহ টিজ করছে। প্রথমে ফোনটি চীনের বাজারে এবং পরে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। আগের বেশ কিছু রিপোর্টের মাধ্যমে আপকামিং ফোনটি iQOO 14 হবে বলে জানা গিয়েছিল। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল পোস্টারের মাধ্যমে ফোনটির iQOO 15 নামে পেশ করা হবে বলে কনফার্ম জানা গেছে। অর্থাৎ iQOO 14 নামের পরিবর্তে সরাসরি iQOO 15 নামে আপকামিং ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15 ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
iQOO 15 এর টিজার
কোম্পানির চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে iQOO 15 সিরিজের প্রমোশনাল ক্যাম্পেন শুরু করা হয়েছে। এই ক্যাম্পেনের মাধ্যমে সিলেক্টেড ইউজারদের ফোনটি লঞ্চের পর এটি এক্সপেরিয়েন্স করার সুযোগ করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা এই নতুন পদক্ষেপ 2025 ChinaJoy ইভেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে আপকামিং iQOO 15 সিরিজ আগের মডেলের তুলান্য আরও আগে বাজারে লঞ্চ হতে পারে। তবে এই ইভেন্ট লাইভ দেখানো হবে না।
iQOO 15 এর লঞ্চ টাইমলাইন (লিক)
1 আগস্ট ChinaJoy ইভেন্ট চলাকালীন iQOO তাদের বুথে জনপ্রিয় “Honor of Kings” গেমের জন্য 5v5 টুর্নামেন্টের আয়োজন করবে। এই অনুষ্ঠানে আটটি টীম সিলেক্ট করা হবে, যারা নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের জয়ী টিমের প্রতিটি সদস্য লঞ্চের পর বিনামূল্যে iQOO 15 ফোনটি পেয়ে যাবে। 2025 সালের অক্টোবর মাসে iQOO 15 সিরিজ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সিরিজের ভ্যানিলা মডেলের সঙ্গে iQOO 15 Ultra ফোনটিও লঞ্চ করা হতে পারে।
iQOO 15 সিরিজের স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO 15 সিরিজ দুদান্ত ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
- ডিসপ্লে: ফোনটিতে অসাধারণ 6.85 ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: অক্টোবর মাসে iQOO 15 ফোনটি Snapdragon 8 Elite 2 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। বাজারে সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। ফোনটিতে 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
- ব্যাটারি: দীর্ঘমেয়াদী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Ultra মডেলটিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান এবং গেমিং ট্রিগার বাটন থাকতে পারে। এটি প্রফেশনাল গেমারদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
- অন্যান্য ফিচার: সিকিউরিটির জন্য সিরিজে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
কেন iQOO 14 এর বদলে iQOO 15?
iQOO তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি iQOO 15 নামে লঞ্চ করবে। এর প্রধান কারণ হল বেশ কিছু এশিয় দেশে, মূলত চীনে “4” সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়। এর আগেও কোম্পানি এই নীতি অনুসরণ করেছে। অতীতে কোম্পানির পক্ষ থেকে iQOO 3 এর পর সরাসরি iQOO 5 লঞ্চ করা হয়েছিল। এই ধাঁরা বজায় রেখে কোম্পানি এবারও 15 পেশ করতে চলেছে।











