6800mAh ব্যাটারি, 120W চার্জিং, 2K OLED ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল iQOO Neo 10 Pro+, জেনে নিন দাম

iQOO তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে iQOO Neo 10 Pro+ স্মার্টফোন লঞ্চ করেছে। স্কতিস্লাই স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনে গেমিং ও পারফরমেন্সের জন্য বিভিন্ন প্রিমিয়াম ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 16GB+ 1TB স্টোরেজ, 6.82 ইঞ্চির ডিসপ্লে, Snapdragon 8 Elite চিপসেট, 50MP ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। নিচে iQOO Neo 10 Pro Plus ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Neo 10 Pro+ ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

iQOO Neo 10 Pro+ ফোনে 6.82 ইঞ্চির 2K OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO 8T BOE Q10 প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে 1800nits হাই ব্রাইটনেস, Q2 ডিসপ্লে চিপ এবং 2592Hz PWM ডিমিং রয়েছে, ফলে কালার অ্যাকিউরেসির পাশাপাশি এতে চোখও সুরক্ষিত থাকবে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য iQOO Neo 10 Pro+ ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য Adreno 830 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

iQOO Neo 10 Pro+ ফোনে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এর ফলে এই ফোনে ফাস্ট ডেটা রিড-রাইট স্পীডের সঙ্গে স্মুথ অ্যাপ সুইচ ও ফাস্ট বুট টাইম উপভোগ করা যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 Pro+ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Omnivision OV50E40 প্রাইমারি OIS সেন্সর ও 8MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

iQOO Neo 10 Pro+ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6800mAh 3rd Gen সিলিকন কার্বন ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত গেমিং সেশন এবং গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। এর সঙ্গে ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম

iQOO Neo 10 Pro+ ফোনটি Android 15 বেসড Origin OS 5 এ কাজ করে। নতুন সফটওয়্যার ভার্সনে ভালো ইউআই, বেশি ফিচার এবং ফাস্ট পারফরমেন্স পাওয়া যায়।

অন্যান্য ফিচার

iQOO Neo 10 Pro+ ফোনটি ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যা LHDC 5.0 এবং LDAC অডিও কোডেক্স সাপোর্ট করে। সুন্দর হ্যাপ্টিক ফীডব্যাকের জন্য এই ফোনে X-axis লিনিয়ার মোটর যোগ করা হয়েছে।

সিকিউরিটি এবং কানেক্টিভিটি

ফোন আনলক ও সিকিউরিটির জন্য iQOO Neo 10 Pro+ ফোনে 3D আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে NFC, IR ব্লাস্টার ও Bluetooth 5.4 সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে WiFi 7/6/5 যোগ করা হয়েছে।

ডিজাইন

iQOO Neo 10 Pro+ ফোনটির থিকনেস 8.3mm এবং ওজন 217 গ্রাম। এই ফোনে প্লাস্টিক ফ্রেম রয়েছে।

iQOO Neo 10 Pro+ ফোনের দাম

চীনে iQOO Neo 10 Pro+ ফোনটি পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

  • 12GB + 256GB -2,799 ইউয়ান (প্রায় 32,200 টাকা)
  • 16GB + 256GB -3,099 ইউয়ান (প্রায় 35,700 টাকা)
  • 12GB + 512GB -3,299 ইউয়ান (প্রায় 38,900 টাকা)
  • 16GB + 512GB -3,499 ইউয়ান (প্রায় 41,900 টাকা)
  • 16GB + 1TB – 3,999 ইউয়ান (প্রায় 47,900 টাকা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here