বিগত বেশ কিছু দিন ধরে টেক ব্র্যান্ড iQOO তাদের নিও সিরিজের iQOO Neo 10R ফোনটি টিজ করে চলেছে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনটি আগামী মার্চ মাসে লঞ্চ করা হবে। এই ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস শপিং সাইট আমাজনের মাইক্রোসাইটেও শেয়ার করা হয়েছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রমাগত বিভিন্ন ডিটেইলস শেয়ার করা হচ্ছে। এই পোস্টে iQOO Neo 10R ফোনের লঞ্চ ডেট, লুক এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
ভারতে iQOO Neo 10R ফোনের লঞ্চ ডেট
- আগামী 11 মার্চ ভারতে আইকু তাদের নিও সিরিজের আপকামিং স্মার্টফোন হিসাবে iQOO Neo 10R ফোনটি লঞ্চ করবে বলে জানা গেছে।
- ছবিতে ফোনটি রেঞ্জিং ব্লু কালার অপশনে দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কালারটি এক্সক্লুসিভভাবে ভারতের জন্য ডিজাইন করা হয়েছে।
- এই ফোনটির ডিজাইন অনেকটা রেসিং ট্র্যাক থেকে অনুপ্রাণিত। ছবিতে ফোনটির ব্লু ও হোয়াইট ডুয়েল টোন লুক দেখা গেছে।
- ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। এর নিচ থেকেই ব্যাক প্যানেলের সাদা ও নিল রঙের বর্ডার অবস্থিত।
- মাইক্রোসাইট অনুযায়ী iQOO Neo 10R ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হতে চলেছে।
- আরও জানা গেছে এই ফোনটি 30,000 টাকার চেয়ে কম রেঞ্জে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হবে।
iQOO Neo 10R ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে iQOO Neo 10R ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর যোগ করা হবে। আরও জানানো হয়েছে এতে স্টেবল 90fps গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এবং আলট্রা গেম মোডে ইন বিল্ট fps মিটার থাকবে।
- স্টোরেজ: iQOO Neo 10R ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে পেশ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: iQOO Neo 10R ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির প্রাইমারি সেন্সর OIS সাপোর্ট করতে পারে।
- ব্যাটারি: কানাঘুষো থেকে জানা গেছে এই ফোনে 6400mAh ব্যাটারি যোগ করা হবে।
- ওএস: এই আপকামিং ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ফানটাচ ওএস 15 সহ পেশ করা হতে পারে।
- অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হতে পারে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার থাকবে বলে শোনা যাচ্ছে।