লিকের মাধ্যমে প্রকাশ্যে এল iQOO Neo 11 ও Neo 11 Pro ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই ফোন

শীঘ্রই iQOO বাজারে তাদের Neo সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই বছরের শেষের দিকে চীনে iQOO Neo 11 এবং iQOO Neo 11 Pro স্মার্টফোন পেশ করা হতে পারে। ফোনদুটি লঞ্চের আগেই চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনগুলির ডিটেইলস লিক করে দিয়েছেম। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Neo 11 সিরিজের লিক ডিটেইলস

লিক অনুযায়ী Neo 11 সিরিজের আপকামিং iQOO Neo 11 ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হতে পারে। একইভাবে সিরিজের iQOO Neo 11 Pro ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই দুটি ফোনেই ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিতে সক্ষম হবে।

iQOO Neo 11 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

এর আগেও এই ফোনগুলির ডিটেইলস লিক হয়েছে, ফলে ফোনগুলির ডিসপ্লে, ডিজাইন ও অন্যান্য স্পেসিফিকেশন জানা গেছে।

  • ডিসপ্লে: iQOO Neo 11 সিরিজে 6.8-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চীনের কোনো দেশীয় কোম্পানি এই ডিসপ্লে তৈরি করতে পারে। এই স্ক্রিন 2K সাপোর্ট করবে বলে শোনা গেছে।
  • ডিজাইন: iQOO Neo 11 এবং iQOO Neo 11 Pro ফোনে মেটাল মিড ফ্রেম ডিজাইন যোগ করা হবে।
  • ব্যাটারি: আপকামিং iQOO Neo 11 সিরিজের ফোনগুলি 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। লিক থেকে আরও জানা গেছে Neo 11 সিরিজের ফোনদুটিতে 7,000mAh+ ব্যাটারি দেওয়া হবে।
  • অন্যান্য ফিচার: Neo 11 সিরিজের ফোনগুলি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। ফোনগুলিতে সিকিউরিটি ফিচার হিসাবে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

iQOO Neo 11 সিরিজের সম্ভাব্য দাম এবং লঞ্চ টাইমলাইন

চীনে 2025 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে iQOO Neo 11 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে ভারতে এই সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনগুলির প্রাথমিক দাম 30,000 থেকে 35,000 টাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।

iQOO Neo সিরিজের ডিটেইলস

জানিয়ে রাখি iQOO Neo সিরিজের ফোনগুলিতে মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ ফিচার পাওয়া যায়। এইসব ফোনে অসাধারণ প্রসেসর, ডিসপ্লে, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি সুন্দর গ্রাফিক্সের জন্য GPU যোগ করা হয়। সবচেয়ে বড় কথা অপেক্ষাকৃত কম দামের কারণে ফোনগুলি নতুন ইউজারদের জন্যও বেশ সুন্দর অপশন হয়ে ওঠে।

iQOO Neo সিরিজ এবং iQOO নাম্বার সিরিজের পার্থক্য

iQOO নাম্বার সিরিজ অর্থাৎ iQOO 12 বা iQOO 13 সিরিজের ফোনগুলি ফ্ল্যাগশিপ পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য দুর্দান্ত ফিচার সহ হাই রেঞ্জ প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়। iQOO নাম্বার সিরিজের ফোনগুলিতে দারুণ পারফরমেন্স পাওয়া গেলেও, ফিচার কিছুটা নাম্বার সিরিজের চেয়ে ডাউনগ্রেড করা হয়ে থাকে। ফোনগুলির দামও রাখা হয় মিড রেঞ্জে। সবদিক বিচার করলে প্রিমিয়াম গ্রাহকদের জন্য নাম্বার সিরিজ এবং তুলনামূলক সস্তা ইউজারদের জন্য নিও সিরিজ ভালো অপশন।

সোর্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here