লঞ্চের আগেই প্রকাশ্যে এল iQOO Neo 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে ফিচার

চীনে iQOO তাদের আপকামিং ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। অন্যদিকে আরও একটি iQOO Neo 11 ফোনও হতে পারে। একইসঙ্গে অক্টোবর মাসে ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি Neo 11 Pro মডেলের পরিবর্তে শুধুমাত্র ভ্যানিলা মডেল লঞ্চ করতে পারে। টিপস্টার ডিজিটাল স্টেশন এই ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 11 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক স্পেসিফিকেশন অনুযায়ী iQOO Neo 11 ফোনে 2K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে হাই-রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে লেটেস্ট Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

ফোনটিতে মজবুত মেটাল ফ্রেম, আল্ট্রাসোনিক সেন্সর থাকবে বলে জানা গেছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 রেটিং দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 11 ফোনে 7,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্ট কর্মরতে পারে। iQOO 15 ফোনের মতো আপকামিং ফোনে Monster সুপার কোর ইঞ্জিন যোগ করা হতে পারে। এর ফলে ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো উপভোগ করা যাবে।

এখনও পর্যন্ত আপকামিং ফোনের অফিসিয়াল দাম সম্পর্কে জানানো হয়নি, তবে টিপস্টারের বক্তব্য অনুযায়ী iQOO Neo 11 ফোনের দাম প্রায় 2,500 ইউয়ান অর্থাৎ 32,000 টাকার কাছাকাছি হতে পারে। এটি ভ্যানিলা মডেলের দাম হতে পারে। তবে অন্যান্য মডেলের দাম আরও বেশি রাখা হতে পারে।

লিক স্পেসিফিকেশন এবং দাম অনুযায়ী iQOO Neo 11 ফোনটি আপকামিং Redmi K90, বাজারে উপস্থিত OnePlus 13 এবং আসন্ন Realme GT 8 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই সমস্ত ফোনে হাই-এন্ড ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ লেভেল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে এই ফোনটি বাজারে লঞ্চের পরই আমরা এই বিষয়ে সঠিক তথ্য জানাতে পারব। এখনও পর্যন্ত এই ফোনের জন্য অপেক্ষা করতে হবে।

যারা বেশি দামের পরিবর্তে কম দামে ফ্ল্যাগশিপ পারফরমেন্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Neo 11 ফোনটি একটি ভালো অপশন হবে। যদি অদূর ভবিষ্যতে নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে Neo 11 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here