iQOO ক্রমাগত তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন পেশ করে চলেছে। সম্প্রতি ভারতে iQOO Z10R লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি চীনে তাদের এই সিরিজের অধীনে iQOO Z10 Turbo Pro+ স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি ভারতে অন্য নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। বাজারে এইসব সমালোচনার মাঝেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে iQOO Z10 Turbo Pro Plus ফোনটি দেখা গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট লিস্টিং এবং এই সিরিজের ডিটেইলস সম্পর্কে।
iQOO Z10 Turbo Pro+ ফোনের গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি এটি মিডিয়াটেকের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এর সঙ্গেই ফোনটিতে গ্রাফিক্সের জন্য Mali Immortalis-G925 MC12 GPU যোগ করা হবে। এই ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্টে 2882 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 8762 স্কোর পেয়েছে। জানিয়ে রাখি ফোনটি লঞ্চের পর বাস্তবিক টেস্টে স্কোরের পার্থক্য দেখা যেতে পারে।
লিস্টিঙে বলে হয়েছে এই ফোনে 16GB RAM দেওয়া হতে পারে। আরও বলা হয়েছে ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে। প্রসঙ্গত, গুগল ইতিমধ্যে Android 16 লঞ্চ করে দিয়েছে। তাই আশা করা হচ্ছে লঞ্চের সময় ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গেই পেশ করা হবে।
iQOO Z10 Turbo Pro+ ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
টিপস্টার জানিয়েছেন আগামী মাসে অর্থাৎ 2025 সালের আগস্ট মাসে চীনে iQOO Z10 Turbo Pro+ এবং iQOO Z10 স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এর মধ্যে Z10 Turbo Pro+ ফোনটি আলাদা নাম এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটিয়ে ভারতেও পেশ করা হতে পারে।
iQOO Z10 Turbo Pro+ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী iQOO Z10 Turbo Pro+ ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: গীকবেঞ্চে প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এই ফোনে 16GB RAM দ=জগ করা হতে পারে। ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.1 টেকনোলজি থাকবে।
- ক্যামেরা: এই আপকামিং ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP সেকেন্ডারি লেন্স যোগ করা হবে। এছাড়া সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে বলে জানা গেছে।
- অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP65 রেটেড বডি দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
- অপারেটিং সিস্টেম: iQOO Z10 Turbo Pro+ ফোনটি Android 15 বেসড OriginOS 5 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি এই বছর এপ্রিল মাসে চীনে iQOO Z10 Turbo Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। উপরোক্ত ফিচার এই ফোনটির স্পেসিফিকেশনের ভিত্তিতেই বলা হয়েছে। এই মডেলটির ফুল স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হল।
iQOO Z10 Turbo Pro ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iQOO Z10 Turbo Pro ফোনটিতে 6.78 ইঞ্চির OLED LTPS Huaxing C9+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে আরও ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স করা যায়।
- প্রসেসর: ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করে। এছাড়াও গেমিং এক্সপিরিয়েন্স আরও উন্নত করার জন্য Q1 গেমিং চিপ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP GalaxyCore আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP Galcore GC16B3C সেন্সর যোগ করা হয়েছে।
- ব্যাটারি এবং চার্জিং: iQOO Z10 Turbo Pro ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
- সফটওয়্যার এবং অন্যান্য ফিচার: এই স্মার্টফোনটি Android 15 এবং Origin OS 5 সহ লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ডুয়েল 1611B স্পীকার, X-axis লিনিয়র মোটার, এবং 7000mm² Ice Dome VC লিকুইড কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
- কানেক্টিভিটি এবং বিল্ড: iQOO Z10 Turbo Pro ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, IR ব্লাস্টার, ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS এবং ট্রিপল ফ্রিকোয়েন্সি BeiDou সাপোর্ট করে। ফোনটিতে Schott Diamond Shield গ্লাস প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং রয়েছে। এই ফোনের ওজন 209 গ্রাম এবং থিকনেস 8.09mm।











