iQOO এর মিড রেঞ্জ সেগমেন্টে iQOO Z সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী নতুন iQOO Z10 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজে বড় ব্যাটারি সহ চারটি মডেল থাকতে পারে। এর মধ্যে একটি iQOO Z10x স্মার্টফোন হতে পারে বলে জানা গিয়েছিল। এবার এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, তাই শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
iQOO Z10x এর বিআইএস লিস্টিং
- মাই স্মার্ট প্রাইস BIS সার্টিফিকেশন সাইটে I2404 মডেল নাম্বার সহ একটি নতুন iQOO স্মার্টফোন স্পট করেছে।
- লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, তবে আগের IMEI ডেটাবেসের মাধ্যমে এই ফোনটির নাম iQOO Z10x হবে বলে জানা গিয়েছিল।
BIS লিস্টিঙের মাধ্যমে আপকামিং iQOO Z10x ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে ছাড়া আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
iQOO Z10 সিরিজের সম্ভাব্য ডিটেইলস
আপকামিং iQOO Z10x ফোনটি iQOO Z9x ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে, যা গত বছর 12,999 টাকা দামে পেশ করা হয়েছিল। Z10x ফোনটি ছাড়াও সিরিজে iQOO Z10, Z10 Turbo এবং Z10 Turbo Pro ফোনটিও থাকতে পারে। এই সিরিজের মধ্যে প্রো মডেলের দাম সবচেয়ে বেশি হতে পারে।
এই সিরিজ বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। সম্প্রতি iQOO Z10 Turbo Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,500mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে শোনা গিয়েছিল। ফোনটিতে 1.5K ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং 50MP ক্যামেরা থাকতে পারে।
সম্প্রতি গীকবেঞ্চ সাইটে iQOO Z10 Turbo এবং Z10 Turbo Pro স্মার্টফোনটি দেখা গিয়েছিল। এর মাধ্যমে চিপসেট সম্পর্কে জানা গিয়েছিল। এই সাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভ্যানিলা মডেল Dimensity 8400 SoC চিপসেট এবং প্রো মডেল স্ন্যাপড্রাগন 8এস এলিট চিপসেট সহ লঞ্চ করা হবে। লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল দুটি ফোন Android 15 OS এবং 12GB RAM সহ পেশ করা হবে।
পরবর্তী সময়ে জানা যাবে এই সিরিজের কোন কোন মডেল (iQOO Z10x ফোনটি ছাড়া) ভারতে লঞ্চ করা হবে। ভারতে iQOO Z9 সিরিজের ভ্যানিলা iQOO Z9, Z9 Lite, Z9x, Z9s এবং Z9s Pro ফোনটি যথাক্রমে 19,999 টাকা, 10,499 টাকা, 11,999 টাকা, 19,999 টাকা এবং 22,999 টাকা দামে পেশ করা হয়েছিল।