5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল iQOO Z1x 5G, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

চীনের টেক কোম্পানি ভিভো তাদের আইকু ব্র‍্যান্ডে নতুন স্মার্টফোন iQOO Z1x 5G লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির ঘরোয়া মার্কেটে 5জি ফিচারের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি Black, Blue এবং White কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। তবে এখনও পর্যন্ত ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ভারতে এই বছরই গেম প্রেমী মানুষদের জন্য iQOO 3 লঞ্চ করা হয়েছিল। চলুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য iQOO Z1x 5G তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের এই নতুন ফোনে 2408 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.57 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দিয়েছে। iQOO Z1x 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে 120 হার্টস রিফ্রেসরেট সাপোর্ট করে। এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্ন‍্যাপড্রাগন 765G 7nm EUV এবং মোবাইল প্ল‍্যাটফর্ম অ্যাড্রিনো 620 GPU যুক্ত। এছাড়া iQOO Z1x 5G এর 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে iQOO UI 1.0 তে কাজ করে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G SA/NSA, Dual 4G VoLTE, ওয়াইফাই 6 802.11 ax, ব্লুটুথ 5.1, জিপিএস/গ্লোনাস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

দাম

কোম্পানি তাদের iQOO Z1x 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। চীনে ইতিমধ্যে ফোনটির সেল‌ও শুরু হয়ে গেছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম নিচে দেওয়া হল।
6 জিবি র‍্যাম ও 64 জিবি ভেরিয়েন্টের দাম 1,598 ইউয়ান (প্রায় 17,120 টাকা)
6 জিবি র‍্যাম ও 128 জিবি ভেরিয়েন্টের দাম 1,798 ইউয়ান (প্রায় 19,265 টাকা)
8 জিবি র‍্যাম ও 128 জিবি ভেরিয়েন্টের দাম 1,998 ইউয়ান (প্রায় 21,405 টাকা)
8 জিবি র‍্যাম ও 256 জিবি ভেরিয়েন্টের দাম 2,298 ইউয়ান (প্রায় 24,615 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here