8GB RAM এর সঙ্গে গীকবেঞ্চে তালিকাভুক্ত iQOO Z7x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • গীকবেঞ্চ ওয়েবসাইটে লিস্টেড হল iQOO Z7x 5G।
  • এপ্রিল মাসেই লঞ্চ হতে পারে আইকুর এই ফোন।
  • ফোনটিতে লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম থাকবে।

iQOO বর্তমানে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন iQOO Z7x 5G লঞ্চের প্রস্ততি নিচ্ছে। ভারতসহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি ভারতে এপ্রিল মাসে পেশ করা হতে পারে। লঞ্চের আগেই এই ফোনটি গীকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি ঠিকই, তবে পারফরমেন্স সম্পর্কে অনেক কিছুই জানা গেছে। আরও পড়ুন: 30 দিন ভ্যালিডিটি এবং 30জিবি ডেটার সঙ্গে বাজারে এল Vi-এর নতুন প্ল্যান

iQOO Z7x 5G এর গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চ লিস্টিঙের স্ক্রিনশট থেকে জানা গেছে iQOO Z7x 5G (Vivo I2216) ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 905 স্কোর পেয়েছে এবং মাল্টি কোর টেস্টে 2,137 পয়েন্ট করতে পেরেছে। ফোনটির মডেল নাম্বার দেখে বোঝা যাচ্ছে এটি ফোনটির ভারতীয় মডেল। তাই মনে করা হচ্ছে iQOO শীঘ্রই ভারতে তাদের এই ফোনটি পেশ করতে পারে।

iQOO Z7x 5G ফোনটি লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম এবং FunTouchOS 13 স্কিনে কাজ করবে। এই ফোনে অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকমের Snapdragon 695 চিপসেট দেওয়া হবে। এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। তবে ফোনটির একাধিক ভেরিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত গীকবেঞ্চে এই ফোনের শুধুমাত্র 8GB RAM ভেরিয়েন্টই দেখা গেছে। আরও পড়ুন: জেনে নিন SBI ATM পিন জেনারেট করার সহজ পদ্ধতি

iQOO Z7x 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন লিক রিপোর্ট থেকে iQOO Z7x 5G সম্পর্কে জানা গেছে এই ফোনে 6.65-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি 2MP ডেপ্থ সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে। এর সঙ্গে এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়া এই ফোনে USB Type-C পোর্টসহ এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh যোগ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here