10 হাজার টাকার চেয়েও কম দামের itel S24 স্মার্টফোনের লঞ্চ ডেট হল কনফার্ম, জেনে নিন স্পেসিফিকেশন

আইটেল তাদের এস-সিরিজের নতুন itel S24 স্মার্টফোন লঞ্চ ডেট ঘোষণা করেছে। এই ফোনটি আগামীকাল অর্থাৎ 23 এপ্রিল ভারতের বাজারে পেশ করা হবে। এই ফোনের ডিটেইলস শপিং সাইট আমাজনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড়ো কথা কোম্পানি ভারতীয় ইউজারদের জন্যও এই ফোনের দাম মাত্র 10 হাজার টাকার চেয়েও কম রাখবে। এছাড়াও লঞ্চের দিন ফোনটি কেনা হলে স্মার্টওয়াচ ফ্রি দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel S24 স্মার্টফোন সম্পর্কে।

itel S24 এর লঞ্চ ডেট এবং অফার

  • কোম্পানি অনলাইন শপিং সাইট আমাজনে itel S24 ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। এই ফোনটি আগামীকাল অর্থাৎ 23 এপ্রিল ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।
  • টিজারের মাধ্যমে কনফার্ম করা হয়েছে এই ফোনটির দাম 10,000 হাজার টাকার চেয়েও কমে সেল করা হবে।
  • অফার অনুযায়ী কোম্পানি শুধু মাত্র লঞ্চের দিন আইকান স্মার্টওয়াচ ফ্রি দেওয়া হবে বলে জানিয়েছে।
  • এছাড়াও এই ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

itel S24 এর স্পেসিফিকেশন

  • টিজার অনুযায়ী এই ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট, 480nits ব্রাইটনেস, সেন্টার পাঞ্চ হোল নচ এবং ডায়মেনসিটি বার নোটিফিকেশন যোগ করা হয়েছে।
  • কোম্পানি বক্তব্য অনুযায়ী itel S24 ফোনে মিডিয়াটেক হ্যালিও জি91 প্রসেসর সহ পেশ করা হবে। এতে AnTuTu বেঞ্চমার্ক টেস্টে 260k স্কোর পেয়েছে।
  • এই ফোনের 128GB স্টোরেজ এবং এক্সটেন্ড ফিচার সহ 16GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে।
  • itel S24 ফোনে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল এবং একটি রাউন্ড ক্যামেরা মডিউল রয়েছে। এতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ফোনে f/1.6 অ্যাপচারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর, 3X জুম, সুপার নাইট মোড, AI প্রোট্রেট মোড, স্লো মোশন ভিডিও এবং ডুয়াল ভিও ভিডিও মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
  • itel S24 ফোনে 5000mAh ব্যাটারি এবং USB টাইপ-C পোর্ট সহ 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
  • এই ফোনে ডিটিএস অডিও সাপোর্ট সহ ডুয়াল স্পিকার সাপোর্ট দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here