প্রায় বছর দুয়েক আগে ভারতের টপ টেলিকম কোম্পানি জিও তাদের 5G নেটওয়ার্কের সূচনা করে ইউজারদের ডিজিটাল এক্সপেরিয়েন্স আরও বাড়িয়ে তুলেছে। এখনও পর্যন্ত জিও গোটা দেশে তাদের 5G নেটওয়ার্কের পরিধি বিস্তারের সঙ্গে সঙ্গে বিভিন্ন রেঞ্জের প্ল্যান পেশ করে চলেছে। সবচেয়ে বড় কথা কোম্পানি সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে তাদের প্ল্যান ডিজাইন করে। এই পোস্টে Jio 5G ইউজারদের জন্য বেস্ট 5G প্ল্যানের ডিটেইলস সম্পর্কে জানানো হল।
এই পোস্টে জিওর Best 5G Plan সম্পর্কে জানানো হল। স্বয়ং জিও এই প্ল্যানগুলিকে বেস্ট বলে জানিয়েছে। জিওর পক্ষ থেকে বেস্ট 5G প্ল্যানের একটি ক্যাটাগরি তৈরি করে এতে দুটি প্ল্যান যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যান সম্পর্কে।
বেস্ট জিও 5G প্ল্যান
যেসব Reliance Jio ইউজাররা বেস্ট 5G প্ল্যানের বিষয়ে বিভ্রান্তিতে ভগের কোম্পানি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। কোম্পানি তাদের 899 টাকা এবং 349 টাকা দামের প্ল্যানগুলিকে Best 5G Plan বলে জানিয়েছে। নিচে এই দুটি প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে আলোচনা করা হল।
- জিওর 349 টাকা দামের প্ল্যান: যারা কম খরচে জিওর 5G প্ল্যান উপভোগ করতে চান তাদের জন্য কোম্পানির 349 টাকা দামের প্ল্যানটি সেরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে প্রতিদিন 2জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও এর সঙ্গে ডেইলি 100 ফ্রি এসএমএস এবং কিছু জিও অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে।
- জিওর 899 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2জিবি করে ডেটা এবং এক্সট্রা 20জিবি ডেটা পাওয়া যায়। তবে এই এক্সট্রা ডেটা সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে। এর সঙ্গে যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন।
FAQs
সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান কোনটি?
জিওর সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যানের দাম 199 টাকা। এই প্ল্যানে 25GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS পাওয়া যায়।
জিওর 198 টাকা দামের প্ল্যানে কি বেনিফিট পাওয়া যায়?
জিওর 198 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং জিও অ্যাপের বেনিফিট পাওয়া যায়।
12 মাস ভ্যালিডিটি সহ জিওর সবচেয়ে ভালো প্ল্যান কোনটি?
জিওর কাছে 3,599 টাকা এবং 3,999 টাকা দামের দুটি বার্ষিক প্ল্যান রয়েছে। উভয় প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 2.5GB করে ডেটা ও 100 SMS পাওয়া যায়। 3,999 টাকা দামের প্ল্যানে FanCode সাবস্ক্রিপশনও পাওয়া যায়।
রিচার্জ না করলে কি ইনকামিং কল আসবে?
না, রিচার্জ না করলে ইনকামিং কল উপভোগ করা যাবে না। 90 দিন পর্যন্ত নাম্বার রিচার্জ করা না হলে নাম্বার ডিসকানেক্ট করে দেওয়া হতে পারে।