Jio এর 98 টাকার সস্তা রিচার্জের থেকেও ভালো BSNL এর 97 টাকার প্ল‍্যান, জেনে নিন সম্পূর্ণ তথ্য

রিলায়েন্স জিও গত কয়েক দিনের মধ্যে 98 টাকার নিজের প্রিপেইড প্ল‍্যান পেশ করেছিল। এই প্ল‍্যান আসার পরে এটি জিওর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল‍্যান হয়ে গেছে। আবার এই রিচার্জে কিছু অতুলনীয় সুবিধা‌ও দেওয়া হচ্ছে। কিন্তু যদি এই প্ল‍্যানের তুলনা আমরা সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর 97 টাকার প্ল‍্যানের সাথে করা হয় তাহলে জিওর প্ল‍্যানটি কখনোই এগোতে দেখা যাবে না। 1 টাকা কমের BSNL এর রিচার্জ সব সময়‌ই জিওর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল‍্যান থেকে কম দেখা যায়। আসুন আগে আপনাকে জানানো যাক যে বিএস‌এন‌এলের 97 টাকার প্ল‍্যান আর জিওর 98 টাকার প্ল‍্যানে কি কি সুবিধা পাওয়া যাবে।

Jio Rs 98 Vs BSNL Rs 97 প্রিপেইড প্ল‍্যান

দুটি কোম্পানির প্ল‍্যানের সম্পূর্ণ তথ্য দেওয়ার আগে আপনাকে বলে দিই যে সরকারি টেলিকম কোম্পানি BSNL এখনো 4G সার্ভিস অফার করতে পারেনি কিন্তু প্রাইভেট কোম্পানি গুলি 5G এর প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Jio এর 98 টাকার প্ল‍্যান

  • যদি কথা বলা হয় রিলায়েন্স জিওর 98 টাকার এই নতুন প্ল‍্যানের তাহলে এই প্ল‍্যানে ইউজার্সরা 14 দিনের ভ‍্যালিডিটি পাবে।
  • এই ভ‍্যালিডিটি চলাকালীন ইউজার্সরা প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাবে। অর্থাৎ এই প্ল‍্যানে আপনাকে মোট 21GB ডেটা দেওয়া হবে।
  • আবার এই প্ল‍্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধাও পাবেন। অর্থাৎ আপনি যেকোনো নাম্বারে ফ্রিতে কল করতে পারবেন।
  • রিলায়েন্স এই প্ল‍্যানে আপনাকে জিও অ্যাপ্স Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud এর ফ্রি সাব্সক্রিপশন দেওয়া হবে।

BSNL এর 97 টাকার প্ল‍্যান

  • বিএস‌এন‌এলের 97 টাকার প্ল‍্যানে ভয়েস কলিং বেনিফিট অফার করা হয়। এতে কোনো রকমের FUP লিমিট নেই।
  • এছাড়া এই বিএস‌এন‌এলের প্ল‍্যান 18 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে।
  • আবার বিএস‌এন‌এল গ্রাহকদের 2জিবির FUP ডেটা প্রতিদিন দেওয়া হয়। অর্থাৎ 28GB ডেটার সুবিধা গ্রাহকরা পাবে।
  • বিএস‌এন‌এলের প্ল‍্যানে Lokdhun কন্টেন্ট এর ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়।

নোট: যদি সুবিধার কথা বলা হয় তাহলে BSNL এর প্ল‍্যানে বেশি বেনিফিট পাওয়া যায়। অথচ আপনি যদি নেটওয়ার্ক কোয়ালিটি আর ডেটা স্পিড চাঞ তাহলে রিলায়েন্স জিওর প্ল‍্যান বেশি ভালো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here