একাধিক SIM অ্যাক্টিভ রাখার খরচ নিয়ে চিন্তায় পড়েছেন? দেখে নিন সবচেয়ে সস্তা প্ল্যানের ডিটেইলস

ভারতে এয়ারটেল, জিও এবং ভিআই এর পক্ষ থেকে তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে সেইসব ইউজাররা সমস্যায় পরেছেন যারা একইসঙ্গে দুটি সিম ব্যাবহার করেন। প্রায়ই মানুষ একটি নাম্বার প্রাইভেট এবং একটি নাম্বার অফিসিয়াল হিসেবে ব্যাবহার করে থাকেন, ফলে দুটি সিমে রিচার্জ করতে হয়। যারা সেকেন্ডারি নাম্বার অ্যাক্টিভ রাখার জন্য সবচেয়ে সস্তা 28 দিনের প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য এই পোস্টে বিস্তারিত জানানো হল।

এখানে আমরা এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া নতুন প্ল্যানগুলি সম্পর্কে জানাচ্ছি, এই প্ল্যানগুলি রিচার্জ করলে ইউজারা সবচেয়ে কম খরচে তাদের সিম কার্ড চালু রাখতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া সবচেয়ে কম দামে 28 দিনের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান সম্পর্কে।

Jio, Airtel এবং Vi এর 28 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

কোম্পানি দাম বেনিফিট
জিও 199 টাকা মোট 2GB ডেটা, ফ্রি আনলিমিটেড কলিং, প্রতিদিন100 SMS
এয়ারটেল 189 টাকা মোট 2GB ডেটা, ফ্রি আনলিমিটেড কলিং, প্রতিদিন100 SMS
ভোডাফোন আইডিয়া 199 টাকা মোট 2GB ডেটা, ফ্রি আনলিমিটেড কলিং, প্রতিদিন100 SMS

 

জিওর 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান

জিও এর কম দামে 28 দিনের ভ্যালিডিটি সহ 189 টাকার প্ল্যান যা আগে 155 টাকায় পাওয়া যেত। ইউজাররা এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।

এয়ারটেলের 199 টাকা দামের প্রিপেইড প্ল্যান

এয়ারটেল এর 28 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে কম দামে 199 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান যা আগে দাম 179 টাকা ছিল। যদি এই প্ল্যানে বেনিফিট আগের মতোই আছে। এই প্ল্যানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটি সহ 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাবেন।

ভিআই-এর 199 টাকা দামের প্রিপেইড প্ল্যান

28 দিন ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যানের দাম 199 টাকা রয়েছে। কোম্পানি এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং সহ মোট 2জিবি ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ হিসাব করে দেখা যাচ্ছে এই প্ল্যানের জন্য Vi ইউজারদের প্রতিদিন 7.10 টাকা খরচ করতে হবে।

উপসংহার

তিনটি কোম্পানির সবচেয়ে সস্তা 28 দিন ভ্যালিডিটির প্ল্যানে একই ধরনের বেনিফিট পাওয়া যায়। তবে দামের দিক থেকে সবচেয়ে সস্তা Airtel এর প্ল্যানটি। তাই এই লিস্টে সবচেয়ে বেস্ট Airtel এর প্ল্যানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here