Jio এবং Airtel এর 100 টাকার কম দামের প্ল‍্যান, এতে পাওয়া যায় ফ্রি ডেটা ও কলিঙের সুবিধা

টেলিকম জগতে সব কোম্পানি গুলি গ্রাহকদের নিজের প্রতি আকর্ষিত করার জন্য বহু রকমের প্ল‍্যান অফার করে। কিন্তু এমন একটি ইউজার বেস‌ও আছে যারা মোবাইল রিচার্জে বেশি টাকা খরচ করতে চায় না এবং তারা সস্তা প্ল‍্যানের খোঁজ করে। এটি দেখেই আমরা Jio এবং Airtel এর সবচেয়ে সস্তা প্ল‍্যান গুলির সম্পূর্ণ লিস্ট নিয়ে এসেছি। আসলে আমরা এই আর্টিকেলে জিও এবং এয়ারটেলের 100 টাকার থেকে কম দামের প্ল‍্যান গুলির লিস্ট তৈরি করেছি। এই প্ল‍্যান গুলিতে ইউজাররা ডেটা, টকটাইম সহ কলিঙের সুবিধাও পাবে। আসুন আগে এই প্ল‍্যান গুলির সম্পূর্ণ ডিটেইলস জেনে নিই।

Airtel এর 100 টাকার থেকে সস্তা প্ল্যান:

  • Airtel এর 98 টাকার প্ল‍্যান: Airtel এর পক্ষ থেকে 98 টাকার রিচার্জে ইউজারদের মোট 12 জিবি 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। এই প‍্যাকে 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ এয়ারটেল ইউজাররা এই প‍্যাকে পাওয়া 12 জিবি ডেটা 28 দিনের ভিতরে দৈনিক কোনো লিমিট ছাড়াই ব‍্যবহার করতে পারবে। বলে দেওয়া ভালো যে এই প‍্যাকটি শুধুমাত্র ইন্টারনেটে‌র জন্য, অর্থাৎ 98 টাকায় ইউজাররা শুধুমাত্র 12জিবি ডেটা পাবে এবং এছাড়া ভয়েস কলিং বা এস‌এম‌এস সার্ভিস আগের অ্যাক্টিভ প্ল‍্যান অনুযায়ী চলবে।
  • Airtel এর 89 টাকার প্ল্যান: এই Airtel Data Plan এ 6GB ডেটা পাওয়া যায়। এই ডেটা প‍্যাকটি আপনার উপস্থিত প্ল‍্যানের ভ‍্যালিডিটি পর্যন্ত চলবে। নোট করার মতো কথা হলো যে ডেটা ট‍্যারিফ শেষ হ‌ওয়ার পরে 50p/MB হিসেবে চার্জ করা হবে। এই প্ল‍্যানে 28 দিনের জন্য Amazon Prime Video Mobile Edition এর সুবিধাও পাওয়া যাবে।
  • Airtel এর 79 টাকার প্ল‍্যান: Airtel এর এই প্ল‍্যানটির দাম 79 টাকা। এই প্ল‍্যানে 64 টাকার টকটাইম এবং 200MB এর ডেটা পাওয়া যায়। কিন্তু এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি শুধুমাত্র 28 দিনের। লোকাল এবং এসটিডি কলের জন্য ইউজারদের থেকে 60 পয়সা/মিনিট চার্জ করা হয়।
  • Airtel এর 78 টাকার প্ল‍্যান: Airtel এর এই 78 টাকার প্রিপেইড প্ল‍্যানে গ্রাহকদের 5GB ডেটা দেওয়া হয়, যা ইউজারদের উপস্থিত প্রিপেইড রিচার্জ প্ল‍্যানের সাথেই চলবে, অর্থাৎ এই রিচার্জে‌র ভ‍্যালিডিটি উপস্থিত রিচার্জের মতোই চলবে। আপনি যদি ভ‍্যালিডিটি শেষ হ‌ওয়ার আগে প্রিপেইড রিচার্জের ডেটা শেষ করে দেওয়ার পরে Airtel Data Add-On Pack এ পাওয়া ডেটাও শেষ হয়ে যায়, তাহলে তার পরে আপনার থেকে প্রত‍্যেক MB এর জন্য 50 পয়সা করে দিতে হবে। এয়ারটেলের এই ডেটা প‍্যাকে গ্রাহকদের এক মাসের জন্য Wynk Premium এর সাবস্ক্রিপশন ফ্রিতে দেওয়া হয়।
  • Airtel এর 48 টাকার প্ল‍্যান: Airtel এর এই 48 টাকার প্ল‍্যানটি একটি ডেটা-অ্যাড অন রিচার্জ। এই রিচার্জে‌র মাধ্যমে ইউজাররা মোট 3GB ডেটা পাবে। এই প্ল‍্যানটির বৈধতার কথা বলা হলে এই রিচার্জটি উপস্থিত প্ল‍্যানের বৈধতা অনুযায়ী চলবে।
  • Airtel এর 19 টাকার প্ল‍্যান: Airtel এর এই 19 টাকার প্ল‍্যানে 200MB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যায়। এই প্ল‍্যানটির বৈধতা মাত্র 2 দিনের। ডেটা শেষ হ‌ওয়ার পরে 50p/MB হিসেবে চার্জ করা হবে।
  • Airtel এর 20 টাকার প্ল‍্যান: Airtel এর এই 20 টাকার এই প্ল‍্যানে 14.95 টাকার টকটাইম পাওয়া যায়। টকটাইম ছাড়া এই প্ল‍্যানে ডেটার কোনো সুবিধা পাওয়া যায় না। এছাড়া এই রিচার্জটির কোনো বৈধতা নেই, অর্থাৎ এটি আনলিমিটেড বৈধতার। আপনি এই রিচার্জে‌ পাওয়া সুবিধা যেকোনো সময়ে ব‍্যবহার করতে পারবেন।
  • Airtel এর 10 টাকার প্ল‍্যান: Airtel এই 10 টাকার প্ল‍্যানটিতে 7.47 টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানটির বৈধতাও আনলিমিটেড।

Jio এর 100 টাকার থেকে সস্তা প্ল‍্যান:

  • Jio এর 98 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটির বৈধতা 14 দিনের। সম্পূর্ণ বৈধতায় ইউজাররা মোট 21 জিবি ডেটা পাবে। এছাড়া যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিঙের সুবিধা‌ও পাবে। এইটুকুই না এই রিচার্জে JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud সাবস্ক্রিপশন‌ও পাওয়া যায়।
  • Jio এর 75 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানটি শুধুমাত্র জিওফোন ইউজারদের জন্য, এই রিচার্জে প্রতিদিন 0.1 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল‍্যানটির বৈধতা 14 দিনের। সম্পূর্ণ বৈধতায় ইউজারদের মোট 7 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং‌ও করা যাবে। এই প্ল‍্যানটির সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার‌ও পাওয়া যায়। এই রিচার্জে 50টি এস‌এম‌এসের সুবিধা পাওয়া যাবে। এর সাথেই JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল‍্যানটি জিওর প্রিপেইড ইউজারদের জন্যে।

JioPhone এর ডেটা অ্যাড অন প্ল্যান:

  • JioPhone এর 22 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানটিতে 2 জিবি ডেটা দেওয়া হয়। এটি জিওফোনের ডেটা অ্যাড অন প্ল‍্যান যার বৈধতা 28 দিনের।
  • JioPhone এর 52 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানটিতে 6জিবি ডেটা দেওয়া অ। এই প্ল‍্যানটিও জিওফোনের ডেটা অ্যাড অন প্ল‍্যান। এই রিচার্জে‌র বৈধতা 28 দিনের।
  • JioPhone এর 72 টাকার প্ল‍্যান: এই রিচার্জের বৈধতা 28 দিনের এবং এই রিচার্জে প্রতিদিন 0.5 জিবি ডেটা পাওয়া যায়, এটিও একটি জিওফোনের ডেটা অ্যাড অন প্ল‍্যান।

Jio 4G ডেটা ভাউচার প্ল‍্যান:

  • Jio এর 11 টাকার প্ল্যান: এটি জিও ইউজারদের জন্য একটি 4G ডেটা প্ল‍্যান। এই প্ল‍্যানটির বৈধতা ইউজারদের উপস্থিত প্ল‍্যানের বৈধতার উপরে নির্ভর করবে এবং এই রিচার্জে ইউজারদের 1 জিবি ডেটা দেওয়া হয়।
  • Jio এর 21 টাকার প্ল‍্যান: এটি কোম্পানির সবচেয়ে পপুলার 4G ডেটা ভাউচার। এই প্ল‍্যানটির বৈধতাও ইউজারের উপস্থিত প্ল‍্যানের উপরে নির্ভর করবে এবং এই রিচার্জে ইউজারদের 2 জিবি ডেটা দেওয়া হয়।
  • Jio এর 51 টাকার প্ল‍্যান: জিওর এই 4G ডেটা ভাউচার প্ল‍্যানে ইউজারদের মোট 6 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া এই প্ল‍্যানটির বৈধতা নির্ভর করবে ইউজারের উপস্থিত প্ল‍্যানের উপরে।

টপ-আপ রিচার্জ প্ল‍্যান:

জিওর 10 টাকার রিচার্জে ইউজারদের 7.47 টাকার টকটাইম দেওয়া হয়। আবার 20 টাকায় 14.95 টাকা এবং 50 টাকা ও 100 টাকার টপ-আপ প্ল‍্যানে যথাক্রমে 39.37 টাকা এবং 81.75 টাকার টকটাইম পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here