Reliance Jio দীর্ঘদিন ধরে ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানে মাঝেমধ্যেই বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে। সম্প্রতি কোম্পানি Disney + Hotstar এর সাথে তাদের পার্টনারশিপ এগিয়ে নেওয়ার জন্য 4টি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই 4 টি প্ল্যানের সাথে Disney + Hotstar + মোবাইল সাবস্ক্রিপশন ফ্রি তে দেওয়া হচ্ছে। তবে এই পোস্টে আপনাদের Jio-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো, যেখানে ডেটার পাশাপাশি Disney + Hotstar মোবাইল অ্যাক্সেসও ফ্রি তে পাওয়া যাবে। চলুন প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio-এর সবথেকে সস্তা Disney Plus Hotstar মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যান
Jio এর 151 টাকার প্ল্যানের কথা বললে এটি শুধুমাত্র একটি ডেটা ভাউচার যেখানে ইউজারদের 8GB ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি , এই রিচার্জটি করানোর জন্য ইউজারদের একটি এক্টিভ বেস প্ল্যানের ইউজার হতে হবে। ডেটা ছাড়াও এই প্ল্যানে Disney + Hotstar এর তিন মাসের মোবাইল সাবস্ক্রিপশন ফ্রি তে পাওয়া যাবে। এটি Jio-এর সবচেয়ে সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান যেখানে ফ্রি তে Disney+ Hotstar মোবাইল অ্যাক্সেস এর সুবিধা দেওয়া হয়েছে।
নোট: মনে রাখবেন যে ইউজারদের তিন মাসের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা নিতে হলে একটি এক্টিভ প্ল্যানের পাশাপাশি এই ডেটা ভাউচারটি নিতে হবে। ইউজারদের তিন মাসের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এর সুবিধা নেওয়ার জন্য এক্টিভ প্ল্যানে থাকতেই হবে।
Disney+ Hotstar প্ল্যান
1. Disney+ Hotstar এর মোবাইল প্ল্যান আপনাকে সিঙ্গেল ডিভাইসে স্ট্রিম করার অনুমতি দেবে এবং সেটি অবশ্যই মোবাইলে। তবে ইউজাররা একটি প্রিমিয়াম প্ল্যান বা মোবাইল প্ল্যান, যেই প্ল্যানেই রিচার্জ করুক না কেন তারা Disney+ Hotstar এ উপলব্ধ কন্টেন্ট এর সম্পূর্ণ সিরিজ দেখতে পারবেন। Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন রিচার্জ করতে, আপনাকে 499 টাকা দিতে হবে।
2. দ্বিতীয় প্ল্যাবের নাম “Super”। এই প্ল্যানে রিচার্জ করার পরে, আপনি দুটি ফোনে Disney + Hotstar অ্যাপ চালাতে পারবেন। এই প্ল্যানে ইউজাররা HD কোয়ালিটিতে কন্টেন্ট দেখতে পারবেন তবে এতে 4K তে কন্টেন্ট দেখা যাবে না। এই সাবস্ক্রিপশন প্ল্যানের দাম 899 টাকা।
3. Disney + Hotstar-এর তৃতীয় প্ল্যানটির দাম 1,499 টাকা। এই প্ল্যানের মাধ্যমে, ইউজাররা এই অ্যাপটি 4টি স্ক্রিনে চালাতে পারবেন এবং তারা 4K-তে কন্টেন্ট দেখতে পারবেন। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর বার্ষিক খরচ হবে 1,499 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন