Exclusive: ডিসেম্বরে আসছে না Jio ও Google এর 4G-5G ফোন, করতে হবে অপেক্ষা

কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল যে ডিসেম্বর মাসে রিলায়েন্স জিও ও গুগলের নতুন অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করা হতে পারে, কিন্তু এমনটা হচ্ছে না। আমরা এবিষয়ে এক্সক্লুসিভ তথ্যের মাধ্যমে জানতে পেরেছি এই ফোন মার্কেটে আসার এখনও অনেক দেরি আছে। জিও এবং গুগলের এই ফোন এখনও তৈরি হচ্ছে। এই প্রোজেক্টের সঙ্গে সরাসরি জড়িত এক সোর্সের থেকে আমরা এই খবর পেয়েছি। তিনি জানিয়েছেন জিও-গুগল স্মার্টফোন এখনও টেস্টিং ফেজে আছে এবং মার্কেটে এই ফোন আসতে এখনও কমপক্ষে 3 মাস সময় লাগতে পারে। তেমন হলে আরও বেশি দেরি হতে পারে, কিন্তু এর আগে হ‌ওয়ার সম্ভাবনা খুবই কম।

তাই ধরে নেওয়া যায় এই ফোনটি আগামী বছর প্রথম কোয়ার্টার অর্থাৎ মার্চের পর‌ই মার্কেটে আসতে পারে। এই ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে বলা হয়েছে এই ফোনের দাম JioPhobe 1 ও JioPhone 2 এর থেকে নিঃসন্দেহে বেশি হবে। তাই এবার খুব সস্তা ফোনের আশা করলে গ্ৰাহকদেরস্বাভাবিক ভাবেই নিরাশ হতে হবে।

জিও-গুগল ফোনের প্রস্তুতি নিয়ে অনেক কোম্পানির সঙ্গেই কথাবার্তা চলছে, যার মধ্যে ফ্লেক্স অন‍্যতম। তবে ফ্লেক্স‌ই ফোন বানানোর দায়িত্ব পাবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেমন হবে জিও গুগলের এই ফোন?

এখনও পর্যন্ত জিও ও গুগলের মিলিতভাবে তৈরি এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে কিন্তু স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। শোনা গেছে এই ফোনে টাচ স্ক্রিন দেখা যেতে পারে এবং এর স্ক্রিন 5 ইঞ্চি হতে পারে। যেহেতু এই প্রোজেক্টের সঙ্গে সরাসরি গুগল জড়িত তাই খুব স্বাভাবিক ভাবেই এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে এবং ফোনে অ্যান্ড্রয়েড গো ভার্সন যোগ করার সম্ভাবনা আছে‌।

শুরুতে কোম্পানি শুধুমাত্র 4জি ফোন‌ই লঞ্চ করবে কারণ দেশে এখনও পর্যন্ত 5জি পরিষেবা চালু হয়নি এবং কোন ব‍্যান্ডে 5জি স্পেকট্রাম কাজ করবে তাও নির্ধারণ করা হয়নি। তাই মনে করা হচ্ছে জিও গুগলের 5জি স্মার্টফোন মার্কেটে আসতে এখনও বছর দুয়েক সময় লাগতে পারে। 

তবে এবার ফোনে নিশ্চিতরূপে কোয়ালকম চিপসেট দেখা যাবে। কিছু দিন আগে কোয়ালকম জিওতে বিনিয়োগ করেছে এবং জিওফোন 1 ফোনটিও এখন কোয়ালকম চিপসেটের সঙ্গে তৈরি করা হচ্ছে। আরও জানা গেছে জিও গুগলের এই ফোনে গুগল অ্যাপের পাশাপাশি জিও অ্যাপ‌ও প্রিইনস্টলড পাওয়া যাবে।

‘মেড ইন ইন্ডিয়া’ ফোন

সবচেয়ে বড় কথা এই ফোনটি সম্পূর্ণভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ হবে এবং এই ফোনে ব‍্যবহৃত বেশিরভাগ পার্টস‌ও ভারতেই তৈরি। রিলায়েন্সের অ্যানুয়াল জেনারেল মিটিঙের মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ফোন ভারতেই ডিজাইন এবং ভারতেই তৈরি করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here