Jio-এর নতুন প্ল‍্যানে দুর্দান্ত অফার, 1095GB ডেটা, ফ্রি কলিঙের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু

মুকেশ আম্বানি কিছু দিন আগে তাদের 44তম বার্ষিক সভার মঞ্চে দাঁড়িয়ে Google এর সঙ্গে হাত মিলিয়ে JioPhone Next লঞ্চ সম্পর্কে জানিয়েছেন এবং শোনা যাচ্ছে এটি সবচেয়ে সস্তা 4জি ফোন হতে চলেছে। এখনও পর্যন্ত এই আপকামিং ডিভাইসের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। এই সারপ্রাইজ ঘোষণার পর কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল‍্যান নিয়ে এসেছে যা ইউজারদের যথেষ্ট খুশি করবে। কোম্পানির এই নতুন প্রিপেইড প্ল‍্যানের দাম 3,499 টাকা এবং এই প্ল‍্যানটি বিশেষ করে সেইসব গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে যারা প্রতিদিন 3 জিবি ডেটার সঙ্গে দীর্ঘমেয়াদি প্ল‍্যান পছন্দ করেন।

Jio এর নতুন প্ল‍্যান

যেসব জিও ইউজার একবারে এক বছরের প্রিপেইড প্ল‍্যান রিচার্জ করেন তাদের জন্য এই 3,499 টাকা দামের প্ল‍্যানটি একটি পছন্দের অপশন হয়ে উঠতে পারে। প্রথমেই জানিয়ে রাখি এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি এক বছর। চলুন সবিস্তারে কোম্পানির এই নতুন প্ল‍্যানের সমস্ত ডিটেইলস সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio এর 3,499 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির নতুন 3,499 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে পুরো ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায় অর্থাৎ 365 দিনে প্রতিদিন 3 জিবি হিসেবে ইউজারদের মোট 1,095 জিবি ডেটা দেওয়া হয়।

উল্লেখ‍্য দৈনিক 3 জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমে 64 কেবিপিএস হয়ে যায় তবে ইন্টারনেট অ্যাকসেস বন্ধ হয়ে যায় না। ডেটা ছাড়াও এই প্ল‍্যানে অন নেট ও অফ নেট যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যায় এবং প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়।

ভয়েস কল, ডেটা এবং এস‌এম‌এস ছাড়াও এই প্ল‍্যানে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও নিউজ এবং জিও ক্লাউডের মতো কোম্পানির অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যায়। জানিয়ে রাখি কোম্পানির কাছে বর্তমানে এই প্ল‍্যানটি ছাড়াও বেশ কয়েকটি এমন প্ল‍্যান আছে যেগুলি রিচার্জ করে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়।

Jio এর প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল্যানের লিস্ট-

Jio এর 349 টাকা দামের প্ল‍্যান: এই লিস্টের প্রথম প্ল‍্যানের দাম 349 টাকা। এই প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটির সঙ্গে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস উপভোগ করা যায়। এছাড়া বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

Jio এর 401 টাকা দামের প্ল‍্যান: কোম্পানির এই 401 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটিও 28 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল‍্যানে 6 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যায়, দৈনিক 3 জিবি ডেটা শেষ হয়ে গেলে এই ডেটা ব‍্যবহার করা যায়। এছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস উপভোগ করা যায়। কোম্পানির এই প্ল‍্যানেও বিনামূল্যে জিও অ্যাপের অ্যাকসেস পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল‍্যানের সঙ্গে বিনামূল্যে 399 টাকা দামের Disney+ Hotstar VIP এর এক বছরের মেম্বারশিপ দেওয়া হয়।

Jio এর 999 টাকা দামের প্ল‍্যান: এই লিস্টে 1,000 টাকার মধ্যে কোম্পানির সবচেয়ে বড় প্ল‍্যানের দাম 999 টাকা। এই প্ল‍্যানে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি দৈনিক 3 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 84 দিন। এই প্ল‍্যানেও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায় এবং কোম্পানির অন‍্যান‍্য প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানেও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here