Jio নিয়ে এসেছে নতুন ভাউচার ডেটা প্ল্যান, কম দামে পাওয়া যাবে এক বছরের জন্য আনলিমিটেড ডেটা

রিলায়েন্স জিও তাদের ইউজারদের জন্য খুশির খবর নিয়ে এসেছে। কোম্পানি দেশ জুড়ে তাদের ইউজারদের জন্য নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যান ডেটা ভাউচার ক্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। এটি 601 টাকা দামের ডেটা ভাউচার রিচার্জ প্ল্যান। আমরা আগেই জানিয়েছি এটি একটি ডেটা ভাউচার প্ল্যান এবং এই প্ল্যানে ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে না। তবে এই প্ল্যানের বিশেষত্ব হল এতে আনলিমিটেড 5G ডেটা কানেক্টিভিটি পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডেটা ভাউচার রিচার্জ প্ল্যানের ডিটেইলস।

জিও এর 601 টাকা দামের ডেটা ভাউচার রিচার্জ প্ল্যানের ডিটেইলস

  • শুধুমাত্র প্রিপেইড ইউজাররাই 601 টাকা দামের ডেটা ভাউচার রিচার্জ প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্ল্যান ব্যাবহার করার জন্য বেস প্ল্যান অ্যাক্টিভ থাকা প্রয়োজন।
  • ডেটা ভাউচার 12টি আলাদা আলাদা ডেটা ভাউচারের মাধ্যমে 1 বছরের জন্য আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে।
  • প্রথমে ইউজারদের MyJio অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে 601 টাকা দামের ডেটা ভাউচার প্ল্যান রিচার্জ করতে হবে। এরপর 51 টাকার 12 ডেটা ভাউচার অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে আনলিমিটেড 5G ডেটা এবং 1 মাসের জন্য 3GB হাই স্পীড 4G ডেটা পাওয়া যাবে।

  • এই ভাউচার MyJio অ্যাকাউন্টের মাধ্যমে ‘মাই ভাউচার’ সেকশনে নেওয়া যাবে। 601 টাকা দামের ডেটা ভাউচার যে কোনো জিও ইউজারকে উপহার হিসাবে ট্রান্সফার করা যাবে। ট্রান্সফারের পর এটি তাদের MyJio অ্যাকাউন্টে চলে যাবে।
  • অর্থাৎ একবার কোনো Jio নাম্বারে ডেটা ভাউচার অ্যাক্টিভ হওয়ার পর, 51 টাকার মাসের ভাউচার ট্রান্সফার করা যাবে না। Jio এর প্রতিদিনের 2GB বা এর চেয়ে বেশি ডেটা প্ল্যানে শুধুমাত্র ট্রু আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়।
  • যেসব ইউজাররা জিওর প্রতিদিন 1.5GB ডেটা প্ল্যান রিচার্জ করেছেন, সেইসব ইউজাররা নতুন 601 টাকা দামের ডেটা ভাউচার প্ল্যানের সুবিধা উপভোগ করেতে পারবেন। মনে করিয়েদিই আনলিমিটেড 5G ডেটা উপভোগ করার জন্য 5G কানেক্টিভিটি ডিভাইস এবং এমন জায়গা থাকতে হবে যেখানে Jio 5G কানেকশন রয়েছে।

ছাড়াও জানিয়ে রাখি জুলাই মাসে জিও তাদের 101 টাকা এবং 151 টাকা দামের দুটি ডেটা ভাউচার লঞ্চ করেছিল। 101 টাকা দামের প্ল্যানে 6GB হাই স্পীড 4G ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়। অন্যদিকে 151 টাকা দামের প্ল্যানে 9GB 4G ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা বেনিফিট দেওয়া হয়। এই প্ল্যানের সুবিধা পাওয়ার জন্য ইউজারদের কাছে অ্যাক্টিভ বেস প্ল্যান (1.5GB প্রতিদিন) থাকা প্রয়োজন এবং 4G ডেটা শেষ হয়ে গেলে, স্পীড কমিয়ে 64 Kbps হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here