29 আগস্ট লঞ্চ হতে পারে Jio Phone 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

একদিকে যেমন Reliance Jio Bharat 4জি ফিচার ফোন মার্কেটে জনপ্রিয় হয়ে উঠেছে, অন্যদিকে ফোন ইউজাররা অধীর আগ্রহে Jio Phone 5G-এর অপেক্ষা করছেন। মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই ফোনের বিষয়ে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন, কিন্তু Jio 5G Smartphone এখনও বাজারে আসেনি। তবে এই দীর্ঘ অপেক্ষা এই মাসেই শেষ হতে পারে। আগামী 29 আগস্ট জিও ফোন 5জি লঞ্চ করা হতে পারে।

আগামী 29 আগস্ট রিলায়েন্স জিওর Reliance AGM 2024 অনুষ্ঠিত হবে। এটি কোম্পানির 47তম বার্ষিক মিটিং যা আগামী 29 আগস্ট দুপুর ২টায় শুরু হবে। কোম্পানির পক্ষ থেকে এই দিনেই তাদের প্রথম 5G স্মার্টফোন Jio Phone 5G ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই Jio AGM 2024 ইভেন্টের মঞ্চ থেকেই জিওর 5G ফোনের দাম এবং সেল ডেট জানানো হতে পারে।

Jio Phone 5G এ পাওয়া যাবে Qualcomm চিপসেট!

জিও 5জি ফোনের চিপসেট সম্পর্কিত একটি নতুন আপডেট MWC 2024 ইভেন্টের মঞ্চ থেকে প্রকাশ্যে এসেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে Qualcomm India-এর প্রেসিডেন্ট Savi Soin তাঁর Moneycontrol পক্ষ থেকে জানা হয়েছিল, কোম্পানি ভারতীয় বাজারের জন্য একটি বিশেষ চিপসেট তৈরি করছে। এটি $99 (প্রায় 8,200 টাকা) থেকে কম দামের ফোনে 5G Support দেবে। এখানে কোয়ালকম সরাসরি “Jio” নামটি নেয়নি , তবে এই চিপসেট সহ ফোনের জন্য তারা কোনো টেলিকম কোম্পানির সঙ্গে আলোচনা করছেন বলে জানানো হয়েছে। এই স্ন্যাপড্রাগন চিপসেট Jio Phone 5G ফোনে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Jio Phone 5G – Cheapest 5G Phone in India

রিলায়েন্স জিওর আপকামিং 5জি স্মার্টফোনটি ভারতের সবচেয়ে সস্তা 5জি ফোন হতে পারে। বেশ কিছু দিন আগে কাউন্টারপয়েন্টর একটি খবর প্রকাশ্যে এসেছিল। এই খবরের মাধ্যমে Jio Phone 5G ফোনটির দাম জানা গিয়েছিল। এই খবর অনুযায়ী রিলায়েন্স জিওর 5জি স্মার্টফোন ভারতীয় বাজারে 8,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। তবে Qualcomm-এর পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার পর আপকামিং 5জি ফোনটি 8 হাজার টাকা থেকেও কম দামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Jio Phone 5G এর লুক (লিক ফটো)

ফ্রন্ট প্যানেল: লিক ফটো অনুযায়ী জিওর 5জি ফোনটির ফ্রন্ট প্যানেলে ‘ইউ’ শেপ সহ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। এই নচ এর ঠিক উপরে স্পিকার থাকবে। এই স্ক্রিনের তিনটি এজ সরু বেজেল এবং নিচের দিকে একটি চওড়া চিন পোর্ট রয়েছে। ডিসপ্লেতে টাচ নেভিগেশন বাটন দেখা গেছে।

রেয়ার প্যানেল: Jio Phone 5G ফোনটির ব্যাক প্যানেলে প্ল্যাস্টিক বডি ব্যাবহার করা হয়েছে, তবে লঞ্চের সময় এটি পরিবর্তন করা হতে পারে। এই স্ক্রিনের উপরের মাঝখানে ভার্টিক্যাল শেপের দুটি লেন্স এবং একটি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই প্যানেলের মাঝখানে ‘Jio’ এবং নিচের দিকে ‘5G’ লেখা রয়েছে। রেয়ার প্যানেলের দুই পাশে ডটগুলি ছাপানো আছে। এখানে সবচেয়ে নিচে ‘ultimate speed, unlimited experiences’ লেখা দেখা গেছে।

সাইড প্যানেল: প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী রিলায়েন্স জিও 5জি ফোনটির সাইড প্যানেল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ডানদিকে ভলিউম রকার দেখা গেছে। এর নিচে পাওয়ার বাটন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির নীচের প্যানেলে স্পিকার এবং ইউএসবি পোর্ট দেওয়া হতে পারে।

Jio Phone 5G এর ইন্টারনেট স্পীড

লিক ফটো অনুযায়ী জিও 5জি ফোনে io 5G Service চালু রয়েছে এবং এই ইন্টারনেট স্পীড টেস্টে 470.17Mbps ডাউনলোড স্পীড এবং 34.25Mbps আপলোড স্পীড পাওয়া যাচ্ছে। ছবির অনুযায়ী ফোনটির লোকেশন লখনউ, উত্তরপ্রদেশ যেখানে জিও 5জি ফোনে 24ms লেটেন্সি দেখা গেছে। ছবিতে দেখা যাচ্ছে ফোনটি Jio 5G n78 Band-এ কাজ করছে।

Jio Phone 5G Price (লিক)

Jio Phone 5G ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে পেশ করা হবে। এই ফোনটির দাম 8 হাজার টাকা এবং এই ফোনটির টপ মডেলের দাম 12,000 টাকার মধ্যে রাখা হতে পারে। তবে এখনও পর্যন্ত আপকামিং ফোনটির সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু বেস ভেরিয়েন্টে 4জিবি RAM এবং টপ ভেরিয়েন্টে 6জিবি RAM দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা itel P55 5G স্মার্টফোনটি 9,699 টাকা দামে সেল করা হয়।

Jio Phone 5G Specification (লিক)

  • 6.5″ HD+ Display
  • 13MP + 2MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • 4GB RAM
  • 32GB Storage
  • Pragati OS
  • Qualcomm Snapdragon 480
  • 5,000mAh Battery

সম্প্রতি প্রকাশ্যে আসা লিক রিপোর্ট অনুযায়ী Jio Phone 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই স্ক্রিন আইপিএস এলইডি প্যানেল দিয়ে তৈরি 60হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিনে গ্লাস প্রোটেকশন দেওয়া হবে। পরওয়ার ব্যাকআপের জন্য এই কম দামের স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Jio Phone 5G ফোনটিতে Pragati OS দেওয়া হতে পারে। এটি Google-এর পক্ষ থেকে বিশেষভাবে ভারতীয় স্মার্টফোন ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে ভারতের স্থানীয় ভাষার সাপোর্ট পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই 5জি স্মার্টফোনটি 4জিবি RAM + 32জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এতে এক্সটারনাল মাইক্রোএসডি কার্ড সাপোর্ট যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য এই 5জি স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী আপকামিং ফোনটিতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকতে পারে। এই সেকেন্ডারি লেন্স একটি ম্যাক্রো লেন্স হতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here