Jio নিয়ে এসেছে 49 টাকা দামের নতুন প্ল্যান, পাওয়া যাবে প্রচুর ডেটা

দোলের আগেই Reliance Jio তাদের ইউজারদের জন্য একটি নতুন সস্তা প্ল্যান লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন প্ল্যানটি একটি ডেটা প্যাক হিসাবে মাত্র 49 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটি Cricket Plan ক্যাটাগরিতে যোগ করা হয়েছে, যার ফলে মনে করা হচ্ছে এই প্ল্যানটি IPL 2024 এর জন্য পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানটি সম্পর্কে।

Jio এর 49 টাকা দামের ডেটা প্যাক

জিও তাদের এই নতুন প্ল্যানটি মাত্র 49 টাকা দামে লঞ্চ করেছে। এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিন। এই প্ল্যানে মাত্র 2GB বা 3GB ডেটা নয় বরং এক সঙ্গে 25GB ডেটা পাওয়া যায়।

25GB ডেটা সহ JioCinema অ্যাপে কোনো অতিরিক্ত খরচ ছাড়া এবং বিনা বাধায় IPL 2024 এর ম্যাচ উপভোগ করা যাবে। আগেই বলা হয়েছে এই প্ল্যানটি বিশেষভাবে Cricket Offer হিসাবে পেশ করা হয়েছে। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিন। অর্থাৎ এই প্ল্যানের 25GB ডেটা মাত্র এক দিনের মধ্যেই ব্যাবহার করে শেষ করতে হবে। এক দিন পেরিয়ে গেলে এই প্ল্যানের বেঁচে যাওয়া ডেটা পরের দিন আর পাওয়া যাবে না।

নোট: 1 দিন শেষ হওয়ার আগেই 25GB ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট ব্যাবহার করা যাবে। এক্ষেত্রে ইন্টারনেট স্পীড কমে 64Kbps হয়ে যাবে।

IPL 2024 দেখার জন্য বেস্ট রিচার্জ প্ল্যান

যারা মোবাইলে লাইভ IPL 2024 ম্যাচ দেখতে চান তাদের প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হবে। এই সমস্যার সমাধান করার জন্যই কোম্পানি তাদের গ্রাহকদের জন্য 49 টাকা দামের প্ল্যান লঞ্চ করেছে।

Airtel এর কাছেও রয়েছে 49 টাকা দামের প্ল্যান

Airtel এর 49 টাকা দামের প্ল্যানে 1 দিনের জন্য আনলিমিটেড ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের আর ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার চিন্তা থাকবে না এবং তাঁরা ফাস্ট ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানে 20GB Unlimited Data দেওয়া হয়। এই ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট ব্যাবহার করা যাবে তবে স্পীড যথেষ্ট কমে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here