জিও ইউজারদের জন্য কোম্পানির পক্ষ থেকে আবার দুঃসংবাদ দেওয়া হল। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে তাদের ভ্যালু প্ল্যান বন্ধ করে ইউজারদের রাগিয়ে দিয়েছিল। এবার রিলায়েন্স জিও তাদের 69 টাকা এবং 139 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটির পরিবর্তন করেছে। এই পরিবর্তন ডেটা এড-অন প্যাকের ক্ষেত্রে করা হয়েছে, ডেটা শেষ হয়ে গেলে এই প্ল্যানের ব্যাবহার করা হয়।
জানিয়ে রাখি আগে এই প্ল্যানে ইউজাররা অ্যাক্টিভ প্ল্যানের সমান ভ্যালিডিটি পাওয়া যেত, তবে এবার প্ল্যানে লিমিটেড ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। যদি ইউজারদের 84 দিনের ভ্যালিডিটি সহ বেস প্ল্যান থাকে, তাহলে 84 দিন পর্যন্তই ডেটা বুস্টার প্ল্যান অ্যাক্টিভ থাকবে। তবে এবার জিও তাদের ডেটা বুস্টার প্ল্যানের ভ্যালিডিটির পরিবর্তন করে স্ট্যান্ডঅলোন ভ্যালিডিটি দিচ্ছে। অর্থাৎ এই প্ল্যানের ভ্যালিডিটি কিছুদিন পর্যন্তই থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের বেনিফিট ডিটেইলস সম্পর্কে।
এই প্ল্যানের পরিবর্তিত ভ্যালিডিটি
Jio এর 69 টাকা দামের ডেটা প্ল্যান: বর্তমানে জিওর 69 টাকা দামের ডেটা প্ল্যানে শুধুমাত্র 7 দিনের ভ্যালিডিটি সহ 6GB ডেটা দেওয়া হচ্ছে। ইউজারদের কাছে Jio বেস অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান থাকলে, তবেই এই প্ল্যান কাজ করবে।
Jio এর 139 টাকা দামের ডেটা প্ল্যান: জিওর 1239 টাকা দামের ডেটা প্ল্যানে 12GB ডেটা এবং এতে 69 টাকা দামের প্ল্যানের মতো 7 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। ইউজারদের কাছে Jio বেস অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান থাকলে, তবেই এই প্ল্যান কাজ করবে।
জানিয়ে রাখি জিওর এই ডেটা বুস্টার প্ল্যানগুলোর মধ্যে মাত্র দুটি ডেটা ভাউচার ছিল, ফলে ইউজারদের বেস প্ল্যানের মতো সমান ভ্যালিডিটি পাওয়া যেত। তবে এখনও পর্যন্ত ইউজারদের এই প্ল্যানের ডেটা 7 দিনের মধ্যে শেষ করতে হবে, তা না হলে ডেটা নিজের থেকেই শেষ হয়ে যাবে।
জানিয়ে রাখি Mukesh Ambani কোম্পানি রিলায়েন্স জিও তাদের প্রিপেইড ইউজারদের জন্য 448 টাকা এবং 1748 টাকা দামের দুটি নতুন ভয়েস প্ল্যান লঞ্চ করেছে। তবে একইসঙ্গে 479 টাকা দামের প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছে। জিওর পক্ষ থেকে এই প্ল্যান বন্ধ করার জন্য ইউজাররা অসন্তুষ্ট হয়েছে এবং তাঁরা তাদের রাগ মাইক্রোব্লগিং সাইট X এর মাধ্যমে জানিয়েছে। ইউজাররা X এর মাধ্যমে পোস্ট করে জিও বয়কট থেকে শুরু করে নম্বর পোর্ট করার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন।
Jio এর 479 টাকা দামের প্ল্যানটি কোম্পানির ভ্যালু ক্যাটাগরিতে লিস্টেড হয়েছিল। অন্যদিকে এই প্ল্যানের সঙ্গে কোম্পানি তাদের 189 টাকা এবং 1899 টাকা দামের প্ল্যানও সরিয়ে দিয়েছিল। তবে একসপ্তাহের মধ্যে আবার 189 টাকা দামের প্ল্যান পেশ করেছে। তবে কোম্পানি তাদের 189 টাকা দামের প্ল্যানের সঙ্গে 479 টাকা দামের প্ল্যানও ফিরিয়ে আনে কি না এই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে।