Jio এবং BSNL এর মধ্যে শুরু নতুন প্রতিযোগিতা, 75 টাকা দামের কোন প্ল‍্যানটি বেস্ট, জেনে নিন ডিটেইলস

দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড কিছু দিন আগে 100 টাকারও কম দামে তাদের নতুন প্ল‍্যান পেশ করেছিল। এই নতুন প্ল‍্যানের দাম রাখা হয়েছে 75 টাকা। এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজারদের ডেটা ও কলিং ছাড়াও অন‍্যান‍্য বেনিফিট দেওয়া হয়। তবে এই প্ল‍্যানটিকে টেক্কা দেওয়ার জন্য রিলায়েন্স জিওর কাছে আগে থেকেই 75 টাকা দামের একটি প্রিপেইড প্ল‍্যান রয়েছে। যেহেতু দুটি প্ল‍্যানের দাম এক তাই এদের মধ্যে নিশ্চিতরূপে প্রতিযোগিতা হবে আর তাই একবার এই প্ল‍্যান দুটির তুলনা করেও দেখে নিতে হয়। আমরা আজ এই প্রতিবেদনে উপরোক্ত দুটি প্ল‍্যানের বেনিফিট তুলনা করে বোঝার চেষ্টা করব কোন প্ল‍্যানটি রিচার্জ করলে বেশি লাভ পাওয়া যাবে।

BSNL এর 75 টাকা দামের প্ল‍্যান

  • BSNL এর এই 75 টাকা দামের প্ল‍্যানটি একটি STV অর্থাৎ স্পেশাল ট‍্যারিফ ভাউচার।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করলে 60 দিন ভ‍্যালিডিটি পাওয়া যায়।
  • কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানে 2 জিবি ডেটা দেওয়া হয়।
  • এই প্ল‍্যানে যে কোনো নাম্বারে 100 মিনিট ফ্রি ভয়েস কলের জন্য 100 মিনিট টকটাইম এবং 60 দিনের জন্য ফ্রি বিএস‌এন‌এল ডিফল্ট টিউন পাওয়া যায়।
  • কোম্পানির দেওয়া ফ্রি 100 মিনিট শেষ হয়ে গেলে কল করার জন্য 30 পয়সা প্রতি মিনিটের দরে দাম দিতে হবে।

Jio এর 75 টাকা দামের প্ল‍্যান

  • প্রথমেই জানিয়ে রাখি এটি মূলত একটি জিওফোন প্ল‍্যান। অর্থাৎ কোম্পানির সমস্ত গ্ৰাহক এই প্ল‍্যানের সুবিধা পাবেন না।
  • এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন।
  • এই প্ল‍্যানে মোট 3 জিবি ডেটা দেওয়া হয়। এর মধ্যে প্রতিদিন 0.1 জিবি এবং অতিরিক্ত 200 এমবি ডেটা উপভোগ করা যায়। দৈনিক 100 এমবি ডেটা শেষ হয়ে গেলে অতিরিক্ত 200 এমবি ডেটা ব‍্যবহার করা যায়।
  • এর পাশাপাশি এতে 50টি ফ্রি এস‌এম‌এস এবং আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়।
  • এছাড়াও বর্তমানে এই প্ল‍্যানে বাই ওয়ান গেট ওয়ানের সুবিধা রয়েছে।

Note: দুটি প্ল‍্যানের তুলনা করলে দেখা যাবে এই দুটি প্ল‍্যান‌ই কোনো না কোনো ক্ষেত্রে এগিয়ে রয়েছে। যেমন যেসব ইউজার শুধুমাত্র নিজের ফোন নাম্বার অ্যাক্টিভ রাখার জন্য সস্তা কোনো প্ল‍্যান রিচার্জ করতে চান তাদের জন্য বিএস‌এন‌এলের প্ল‍্যানটি বেস্ট, মাত্র 75 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 60 দিন ভ‍্যালিডিটি। তবে অন‍্যান‍্য বেনিফিটের দিক অপেক্ষাকৃত পিছিয়ে। আবার জিওর প্ল‍্যানটি শুধুমাত্র জিওফোন ইউজারদের জন্য পেশ করা। এই একটি সমস্যা বাদ দিলে 75 টাকার বিনিময়ে 28 দিন ভ‍্যালিডিটি এবং আনলিমিটেড ভয়েস কল হয়তো হাজার খুঁজেও পাওয়া যাবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here