Jio Fiber এর বড় ধামাকা: মাসে পাওয়া যাবে 15,000GB এর‌ও বেশি ডেটা, জেনে নিন পুরো ডিটেইলস

টেলিকম মার্কেটে সবচেয়ে বেশি ডেটা ও ফ্রি কলিঙের দৌলতে এয়ারটেলের মতো কোম্পানিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কোম্পানি Jio এবার তাদের ব্রডব্যান্ড ইউজারদের জন্য অসাধারণ প্ল‍্যান নিয়ে এসেছে। কোম্পানি তাদের Jio Fiber বার্ষিক প্ল‍্যানে অ্যাডিশনাল ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে। রিলায়েন্স জিও তাদের সমস্ত প্ল‍্যান ডবল ডেটার সঙ্গে তাদের অফিসিয়াল সাইটেও আপডেট করে দিয়েছে। এই গোটা দেশ জুড়ে লকডাউনের পরিস্থিতিতে বাড়ি বসে কাজ করা মানুষদের কথা মাথায় রেখে এই ডবল ডেটা পরিষেবা চালু করেছে। তবে এই অফার কত দিন পর্যন্ত উপভোগ করা যাবে সেবিষয়ে কোনো তথ‍্য জানায়নি। তবে মনে করা হচ্ছে লকডাউন শেষ হবে গেলে কোম্পানি এই ডবল ডেটা বেনিফিট‌ও তুলে নেবে। চলুন সবকটি প্ল‍্যানের অতিরিক্ত ডেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ব্রোঞ্জ প্ল‍্যান

কোম্পানির প্রথম বার্ষিক প্ল‍্যান ব্রোঞ্জ প্ল‍্যানে গ্ৰাহকদের 350GB ডেটা দেওয়া হবে। এই প্ল‍্যানে 100 জিবি প্ল‍্যান বেনিফিট, লকডাউনের কারণে 100 জিবি ডবল ডেটা বেনিফিট এবং 50 জিবি ইন্ট্রোডাক্টারি ডেটা পাওয়া যায়। অর্থাৎ সাধারণত ইউজাররা 250 জিবি ডেটা পেয়ে থাকেন। আবার নতুন লাভ হিসেবে 100 জিবি অ্যাডিশনাল মান্থলি ডেটা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্ৰাহকরা মোট 100 জিবি ডেটা পাবেন।

সিলভার প্ল‍্যান

ব্রোঞ্জ প্ল‍্যানের মতোই সিলভার প্ল‍্যানের ক্ষেত্রেও অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিলে ইউজাররা অ্যাডিশনাল ডেটা বেনিফিট পাবেন। সিলভার প্ল‍্যানের 12 মাসের সাবস্ক্রিপশন নিলে 800 জিবি ডেটা পাওয়া যাবে। এই 800 জিবি ডেটার মধ্যে 200 জিবি প্ল‍্যান বেনিফিট, 200 জিবি ডবল ডেটা বেনিফিট, 200 জিবি ইন্ট্রোডাক্টারি ডেটা এবং 200 জিবি অ্যানুয়াল প্ল‍্যান বেনিফিট। সব মিলিয়ে একজন ইউজার জিও ফাইবারের সিলভার প্ল‍্যান নিলে মোট 800 জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

গোল্ড প্ল‍্যান

এই প্ল‍্যানে অতিরিক্ত ডেটাসহ মোট ডেটার পরিমাণ 1,750 জিবি। এই মান্থলি ডেটার মধ্যে 500 জিবি বার্ষিক প্ল‍্যান বেনিফিট, 250 জিবি ইন্ট্রোডাক্টারি ডেটা, লকডাউনের জন্য 500 জিবি ডবল ডেটা বেনিফিট এবং 500 জিবি প্ল‍্যান বেনিফিট। 

ডায়মন্ড প্ল‍্যান

জিও ফাইবারের এই অ্যানুয়াল প্ল‍্যানে গ্ৰাহকদের 4,000 জিবি মান্থলি ডেটা পাওয়া যায়। ডায়মন্ড প্ল‍্যানের 12 মাসের সাবস্ক্রিপশন নিলে ইউজাররা 1,250 জিবি মান্থলি ডেটা বেনিফিট, 250 জিবি ইন্ট্রোডাক্টারি ডেটা বেনিফিট, লকডাউনের জন্য 1,250 জিবি ডবল ডেটা এবং 1,250 জিবি প্ল‍্যান বেনিফিট ডেটা পাবেন।

প্লাটিনাম প্ল‍্যান

এই প্ল‍্যানের বার্ষিক সাবস্ক্রিপশনে গ্ৰাহকরা মোট 7,500 জিবি মান্থলি ডেটা পাবেন। এই প্ল‍্যানে 2,500 জিবি ডেটা প্ল‍্যান বেনিফিট, লকডাউনের জন্য 2,500 জিবি ডেটা ডবল ডেটা বেনিফিট এবং 2,500 জিবি বার্ষিক ডেটা বেনিফিট। অর্থাৎ সব মিলিয়ে একজন ইউজার মাসে 7,500 জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

টাইটেনিয়াম প্ল‍্যান

এটি জিও ফাইবারের সবচেয়ে প্রিমিয়াম প্ল‍্যান। এই প্ল‍্যানে গ্ৰাহকরা 15,000 জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল‍্যানে লকডাউনের জন্য 5,000 জিবি প্ল‍্যান বেনিফিট, 5,000 জিবি ডবল ডেটা বেনিফিট এবং 5,000 জিবি বার্ষিক প্ল‍্যান বেনিফিট পাওয়া যাবে। সব মিলিয়ে এই প্ল‍্যানে 15,000 জিবি মান্থলি ডেটা পাওয়া যাবে।

জানিয়ে রাখি যেইসব ইউজার অ্যানুয়াল প‍্যাকেজের সাবস্ক্রিপশন নেবেন শুধুমাত্র তারাই ডবল ডেটা বেনিফিট পাবেন। আবার কিছু প্ল‍্যানের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টারি ডেটা শুধুমাত্র ছয় মাসের জন্য প্রযোজ্য। তবে সবকটি প্ল‍্যানের ক্ষেত্রেই ডবল ডেটা অস্থায়ী এবং লকডাউন শেষ হ‌ওয়ার সঙ্গে সঙ্গে এই ডেটার বেনিফিট‌ও শেষ হয়ে যেতে পারে। কোম্পানি এখনও পর্যন্ত এবিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here