মাত্র 2,599 টাকা দামে লঞ্চ হল JioPhone Prima 4G smart feature phone

Reliance Jio তাদের 4G ফোনের ক্যাটাগরিতে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Indian Mobile Congress 2023 (IMC) এর মঞ্চে JioPhone Prima 4G পেশ করেছে। এই নতুন 4G ফিচার ফোনটি WhatsApp এবং Facebook এর মতো বেশ কিছু অ্যাপ সাপোর্ট করে। JioPhone Prima 4G এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল এই ফোনটি 1800mAh ব্যাটারি এবং 23টি ভাষা সাপোর্ট করে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: দেখে নিন কম্পিউটারে সহজে কাজ করার জন্য শর্টকাট কী-এর লিস্ট

JioPhone Prima 4G এর দাম এবং সেল

এই নতুন 4G ফোনের দাম রাখা হয়েছে মাত্র 2,599 টাকা। এই ফোনটি JioMart এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। তবে এই খবর যতক্ষণে লেখা হয়েছে তখনও পর্যন্ত এই ফোনটি সাইটে লিস্টেড করা হয়নি।

JioPhone Prima 4G এর স্পেসিফিকেশন

  • এই ফোনে 320×240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • ইউজার এই ফোনটি নিজের পছন্দের ভাষায় ব্যাবহার করতে পারবেন, কারণ এতে 23টি ভাষা সাপোর্ট করে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 1800 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
  • এই ফোনের ফ্রন্ট প্যানেলে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • স্পীড এবং মাল্টি টাস্কিঙের জন্য এতে ARM কর্টেক্স এ53 চিপসেট যোগ করা হয়েছে।
  • এই ফোনটির স্টোরেজ 128 জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ব্লুটুথ 5.3 দেওয়া হয়েছে।
  • এছাড়াও এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং এফএম রেডিওর মতো ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here