গত জুলাই মাসে Apple এর Find My সাপোর্টেড ট্র্যাকিং ডিভাইস JioTag Air লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে JioTag Go পেশ করা হয়েছে। এটি বিশেষভাবে Google এর Find My Device এর জন্য ডিজাইন করা হয়েছে। Jio এর এই নতুন ট্র্যাকার ডিভাইস কোনো সিম কার্ড ছাড়াই কাজ কাজ করে এবং Bluetooth 5.3v কানেক্টিভিটির মাধ্যমে ইউজারদের স্মার্টফোনের সঙ্গে কানেক্ট থাকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক JioTag Go এর দাম, সেল, ফিচার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
JioTag Go এর দাম এবং সেল
- Android ইউজারদের জন্য নতুন JioTag Go ট্র্যাকার 1,499 টাকা দামে পেশ করা হয়েছে।
- এই ডিভাইসটি কোম্পানির অফিসিয়াল স্টোর, ওয়েবসাইট এবং Amazon এর মাধ্যমে সেল করা হবে।
- JioTag Go ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ এবং ইয়েলো কালার অপশনে পেশ করা হয়েছে।
JioTag কিভাবে কাজ করে?
- Find My Device অ্যাপের সঙ্গে JioTag Go কানেক্ট থাকে। Google Play Store থেকে এই অ্যাপ Android ফোনে ডাউনলোড করা যায়।
- এর মাধ্যমে ইউজাররা আন্তর্জাতিক স্তরে যে কোনো জিনিস ট্র্যাক করতে পারবেন এবং এটি চাবি, ব্যাগ, ওয়ালেট বা বাইকের সঙ্গে অ্যাটাচ করা যায়।
- ব্লুটুথ রেঞ্জে থাকলে Find My Device অ্যাপের “Play Sound” ফিচার ব্যাবহার করে ইউজাররা ট্র্যাকার খুঁজতে পারবেন।
- ব্লুটুথ রেঞ্জের বাইরে থাকলে Google Find My Device এর মাধ্যমে অ্যাপে ট্র্যাকারের লাস্ট লোকেশন দেখা যাবে।
- অ্যাপে একটি ম্যাপ এবং “Get Directions” অপশন পাওয়া যাবে, যার সাহায্যে ইউজাররা সহজেই ট্র্যাকারের স্থানে যেতে পারবেন।
- পুনরায় ব্লুটুথ রেঞ্জে ফিরে এলে JioTag Go অটোমেটিক্যালি ইউজারদের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং “Play Sound” ফিচারের মাধ্যমে ট্র্যাকার খুঁজে পাওয়া যাবে।
কিভাবে Android ডিভাইসে JioTag Go সেটআপ করা যাবে?
- প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Play Store থেকে Google Find My Device ডাউনলোড করতে হবে।
- ফোনের কাছে JioTag Go রাখতে হবে। Fast Pair নোটিফিকেশন এলে “Connect” বাটনে ট্যাপ করতে হবে।
- ডিভাইসের শর্তাবলী মনোযোগ দিয়ে পরে “Agree and continue” অপশনে ক্লিক করুন।
- সেটআপ প্রসেস সম্পূর্ণ করার জন্য “Done” বাটনে ট্যাপ করতে হবে। এবার JioTag Go ব্যাবহার করা যাবে।
- এই ডিভাইসের সমস্ত সুবিধা উপভোগ করার জন্য Google Find My Device অ্যাপ ওপেন করে JioTag Go এক্সপ্লোর করুন।