6,000 mAh ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন

ভারতীয় স্মার্টফোন মার্কেটে লঞ্চ হ‌ওয়া স্মার্টফোনের ক্ষেত্রে আজকাল 4,000 এম‌এএইচের ব‍্যাটারী খুবই সাধারণ ব‍্যাপারে পরিণত হয়েছে। লো বাজেট স্মার্টফোনের ক্ষেত্রেও 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়, এমনকি কিছু ক্ষেত্রে আরও বড় ব‍্যাটারীও দেখা যায়। কিন্তু এবার ভারতীয় বাজারে বড় ব‍্যাটারীর প্রেমীদের জন্য একটি নতুন ফোন এসে গেল। টেক কোম্পানি TECNO এর পক্ষ থেকে নতুন একটি 6,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন পেশ করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা ফোনের ব‍্যাটারী যত বড় দাম ততই কম। কোম্পানির পক্ষ থেকে মাত্র 8,499 টাকা দামে Tecno Spark Power নামের নতুন ফোনটি লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন : Xiaomi আনতে চলেছে “Black Friday Sale”, বিভিন্ন স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়

Tecno Spark Power এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের বড় ব‍্যাটারী। কোম্পানি এই ফোনটি 6,000 এম‌এএইচের দুর্দান্ত ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব‍্যাটারী চার্জ করার জন্য এতে ইউএসবি মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এবং এই ফোনে ওটিজি ফিচার‌ও আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি Tecno Spark Power এ কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি নেই। ইউএসবি পোর্টের সঙ্গে ফোনটির নিচের প‍্যানেলে স্পীকার ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। 

ট্রিপল রেয়ার ক‍্যামেরা

Tecno Spark Power এ ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে সেট‌আপে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Tecno Spark Power এ 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : ভারতে আগামী মাসে লঞ্চ হবে Nokia Smart TV, চলে এল প্রথম লুক

Tecno Spark Power

এই ফোনে 720 × 1548 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.35 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনের স্ক্রিন 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। Tecno Spark Power হাইওএস 5.5 যুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

ভারতে Tecno Spark Power 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য Tecno Spark Power এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে।

আরও পড়ুন : 10 ডিসেম্বর লঞ্চ হবে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা Xiaomi এর 5G ফোন Redmi K30

Tecno Spark Power ফোনটি কোম্পানির পক্ষ থেকে মাত্র 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং আগামী 1 ডিসেম্বর থেকে ফোনটি এই ওয়েবসাইটেই সেল করা হবে। কোম্পানি Tecno Spark Power ফোনটির Dawn Blue এবং Alpenglow Gold কালার ভেরিয়েন্টে পেশ করেছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here