সম্প্রতি Lava এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 নভেম্বর ভারতের বাজারে Lava Agni 4 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত টিজারের মাধ্যমে ফোনের লুক এবং ফিচার সম্পর্কে জানানো হচ্ছে। এবার কোম্পানি তাদের আপকামিং ফোনের নতুন পোস্টার প্রকাশ্যে এনেছে। এর মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং স্টোরেজ ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Agni 4 ফোনের সম্প্রতি জারি হওয়া টিজার ডিটেইলস সম্পর্কে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে প্রকাশ্যে আসা নতুন টিজার পোস্টার অনুযায়ী Lava Agni 4 ফোনটিতে MediaTek Dimensity 8350 প্রসেসর দেওয়া হবে। এই প্রথম Lava ফোনে সবচেয়ে শক্তিশালী প্রসেসর দেওয়া হচ্ছে। এই একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। একইসঙ্গে ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ থাকবে বলে জানা গেছে। সাধারণত প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে এই প্রসেসর ব্যাবহার করা হয়।
Flagship specs. Flagship performance.
MediaTek Dimensity 8350 | LPDDR5X | UFS 4.0Launching on 20.11.25🔥🔥🔥🔥#Agni4 #ComingSoon #LavaMobiles pic.twitter.com/WN19HRt5e7
— Lava Mobiles (@LavaMobile) November 8, 2025
Lava Agni 4 ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং দুটি অসাধারণ Lunar Mist এবং Phantom Black কালার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনটির রেয়ার প্যানেলে হরিজেন্টাল শেপের ডুয়েল ক্যামেরা মডিউল থাকবে। এই ফোনটিতে 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটনের পাশাপাশি একটি এক্সট্রা কনফিগারেবল বাটন দেওয়া হবে। এর মাধ্যমে ক্যামেরা বা কোনো পছন্দের অ্যাপ ওপেন করা যাবে।
Lava Agni 4 ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। Lava Agni 4 ফোনটিতে নিয়র স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি Lava Agni 4 ফোনটি Android 15 না কি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
এই প্রথম Lava ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে আপকামিং ফোনটিতে 65W বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে এখনও ফোনের অফিসিয়াল দাম সম্পর্কে জানা যায়নি, তবে ভারতের বাজারে Lava Agni 4 ফোনটির দাম প্রায় 20,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এর ফলে মিড বাজেট রেঞ্জে ফোনটি একটি ভালো অপশন হতে পারে। যারা শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ক্লিন সফটওয়্যার সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Agni 4 ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।
ভারতের বাজারে Lava Agni 4 ফোনটি Redmi Note 14 Pro, iQOO Z10 5G এবং POCO X7 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। আপকামিং লাভা ফোনটি তাদের কম দাম এবং ফিচারের জন্য জনপ্রিয় হতে পারে।
যারা ভবিষ্যতে 20,000 টাকার চেয়েও কম দামে ভারতীয় ব্র্যান্ডের ফোন কিনতে চাইছেন, তাদের জন্য Lava Agni 4 ফোনটি ভ্যালু ফর মানী হতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চচের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










