লঞ্চের আগেই এই সাইটে লিস্টেড হল Lava Blaze Curve 5G, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

লাভা ভারতে তাদের লাভা ব্লেজ কার্ভ 5জি স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 5 মার্চে ভারতের মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যে এই ফোনের বেশ কিছু তথ্য প্রকাশ হয়ে গেছে। এবার এই ফোনটি Google Play কনসোল, Geekbench ডেটাবেস এবং BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ডেটাবেসে ফোনটির রেন্ডার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন (সার্টিফিকেশন)

এই আপকামিং লাভা ফোনটি Google Play কনসোল এবং গীকবেঞ্চ ডেটাবেসে মাই স্মার্ট প্রাইস LXX505 মডেল নাম্বার সহ স্পট করেছে। এমনকি BIS সার্টিফিকেশন সাইটেও এই ফোনটি LXX505 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।

রেন্ডার থেকে জানা গেছে এই লাভা স্মার্টফোনটিতে কার্ভ AMOLED ডিসপ্লে এবং সেলফি ক্যামেরা সহ পাঞ্চ-হোল কাট-আউট থাকবে। Google Play কনসোল ডেটাবেস থেকে জানা গেছে এই ফোনে MT6877 কোডনেম সহ মিডিয়াটেক SoC থাকবে।

এছাড়াও অক্টা-কোর চিপসেট এবং 8GB র‍্যাম সহ এই ফোনটি Android 13 ওএসে কাজ করবে। ব্লেজ কার্ভ 5G ফোনের কার্ভড স্ক্রীনটি 2400×1080 পিক্সেল রেজোলিউশন এবং 480 পিপিআই স্ক্রীন ডেনসিটি সাপোর্ট করবে।

গীকবেঞ্চ ডেটাবেস অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক MT6877 SoC দেওয়া হবে। এই স্মার্টফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,102 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2,654 পয়েন্ট পেয়েছে।

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন (অফিসিয়াল)

লাভা জানিয়ে দিয়েছে ভারতে আগামী 5 মার্চ তাদের নতুন স্মার্টফোনটি লঞ্চ করা হবে। সম্প্রতি আমাজনে এই ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে, ফলে এই ফোনের অনালিন সেলের পাশাপাশি কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। লাভা জানিয়ে দিয়েছে এই আপকামিং স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 SoC থাকবে। এর সঙ্গে এই ফোনে 8GB LPDDR5 র‍্যাম এবং 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হবে।

লাভা আরও জানিয়েছে এই স্মার্টফোনটিতে ভার্চুয়াল র‍্যাম ফিচার পাওয়া যাবে। ব্র্যান্ডের টিজার অনুযায়ী এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, কার্ভড AMOLED ডিসপ্লে এবং 64MP প্রাইমারি সোনি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Lava Blaze Curve 5G এর সম্ভাব্য দাম

ভারতে এই স্মার্টফোনেরদাম 16,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে হবে বলে জানা গেছে। তবে ফোনটির অফিসিয়াল দাম জানার জন্য আমাদের 5 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here