10 হাজার টাকার চেয়েও কম দামে ভারতে লঞ্চ হল LAVA Blaze Dragon স্মার্টফোন, রয়েছে 50MP AI Camera এবং 5,000mAh ব্যাটারি

আজ লাভা ইন্টারন্যাশানাল ভারতের বাজারে তাদের নতুন LAVA Blaze Dragon স্মার্টফোন লঞ্চ করেছে। যারা কম দামে 5জি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি পেশ করা হয়েছে। নন চাইনিস স্মার্টফোন প্রেমীদের জন্য LAVA Blaze Dragon স্মার্টফোনটি একটি দারুণ অপশন। এই সেরা স্মার্টফোনটির প্রাথমিক দাম 9,999 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Qualcomm Snapdragon প্রসেসর এবং 8GB RAM সহ LAVA Blaze Dragon স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

LAVA Blaze Dragon এর দাম

ভারতের বাজারে 10 হাজার টাকার চেয়েও কম দামে LAVA Blaze Dragon স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 1 হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ মাত্র 8,999 টাকা দামে সেল করা হবে। 1 আগস্ট থেকে Golden Mist এবং Midnight Mist এর মতো কালার অপশনে স্মার্টফোনটির সেল শুরু হবে।

LAVA Blaze Dragon এর স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 4 Gen 2
  • 4GB RAM + 128GB Storage
  • 6.74″ 2.5D 120Hz Display
  • 50MP AI Rear Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে

LAVA Blaze Dragon 5G স্মার্টফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 450+ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফ্ল্যাট সারফেসযুক্ত এই স্ক্রিনে কোম্পানির পক্ষ থেকে 2.5D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

LAVA Blaze Dragon স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। এটি একটি স্টক অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এতে কোনো ধরনের অতিরিক্ত ব্লোটওয়্যার বা অপ্রয়োজনীয় অ্যাপ দেওয়া হয়নি। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে। লাভার বক্তব্য অনুযায়ী এই CPU সহ তাদের স্মার্টফোনটি 450K+ AnTuTu Score পেয়েছে।

স্টোরেজ

ভারতে LAVA Blaze Dragon 5G স্মার্টফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। LAVA Blaze Dragon 5G স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং UFS 3.1 Storage ফিচার রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য LAVA Blaze Dragon 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরায় AR স্টিকার, Google Lens এবং অ্যাডভান্স AI মোডের মতো ফিচার যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য LAVA Blaze Dragon 5G স্মার্টফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কোম্পানি তাদের স্মার্টফোনগুলি বড় ব্যাটারি সহ লঞ্চ করছে, সেই দিক দিয়ে ব্যাটারিটি কিছুটা কম বলে মনে হতে পারে।

অন্যান্য ফিচার

সিকিউরিটির জন্য LAVA Blaze Dragon 5G স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, একইসঙ্গে ফেস আনলক ফিচারও রয়েছে। কোম্পানির স্মার্টফোনটিতে স্পিকারের পাশাপাশি 3.5এমএম হেডফোন জ্যাকও যোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here