লঞ্চ হল দেশীয় স্মার্টফোন LAVA Blaze Pro 5G, কম দামে পাওয়া যাবে দারুণ ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা আজ ভারতের বাজারে নতুন 5G স্মার্টফোন হিসাবে LAVA Blaze Pro 5G লঞ্চ করেছে। এই সস্তা ফোনটি মাত্র 12,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনে 50MP Camera ও 5,000mAh battery এর মতো সুন্দর ফিচার রয়েছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

LAVA Blaze Pro 5G এর দাম এবং সেল

ভারতে LAVA Blaze Pro 5G ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনটি 12,499 টাকা দামে পেশ করা হয়েছে। LAVA Blaze Pro 5G ফোনটি আগামী 3 অক্টোবর থেকে অনলাইন এবং অফলাইন মার্কেটে Starry Night এবং Radiant Pearl কালারে সেল করা হবে।

LAVA Blaze Pro 5G এর স্পেসিফিকেশন

  • 6.78″ 120Hz 2.5D Curved Display
  • MediaTek Dimensity 6020
  • 8GB Virtual RAM
  • 50MP Dual Rear Camera
  • 33W Fast Charging
  • 5,000mAh Battery

স্ক্রিন: LAVA Blaze Pro 5G তে 1080 x 2460 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2.5ডি স্ক্রিন রয়েছে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: LAVA Blaze Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM যোগ করা হয়েছে, যা virtual RAM টেকনোলজির সাহায্যে 16GB পর্যন্ত বাড়ানো যায়। এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য LAVA Blaze Pro 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।

অন্যান্য: LAVA Blaze Pro 5G ফোনে 8 5G Bands সাপোর্ট রয়েছে। এতে ডুয়েল ন্যানো সিম, 3.5 এমএম অডিও জ্যাক, এফএম রেডিও, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং OTG ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here