লঞ্চের আগেই জেনে নিন 50MP Camera, 8GB RAM এবং 5,000mAh Battery সহ সস্তা LAVA O2 ফোনের সমস্ত ডিটেইলস

আগামী 22 মার্চ ভারতে লো বাজেট সেগমেন্টে LAVA O2 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি 10,000 টাকার চেয়েও কম দামে সেল করা হবে। যারা একটি নতুন সস্তা ফোনের খোঁজ করছেন তাদের জন্য আপকামিং LAVA O2 ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। নিচে এই ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

LAVA O2 ফোনের সম্ভাব্য দাম

LAVA O2 ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই মোবাইলের দাম 9,999 টাকার কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনের 4GB RAM মডেলও পেশ করতে পারে এবং ফোনটির বেস ভেরিয়েন্টের দাম প্রায় 7,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Lava O2 ফোনের ডিজাইন

  • লাভা ও2 ফোনটি রাউন্ড এজ ফ্রেমে তৈরি হবে এবং এর ডায়মেনশন 16.5 x 7.61 x 0.87 সেমি এবং ওজন প্রায় 200 গ্রাম।
  • এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে এবং ব্যাক প্যানেলে উপরের ডানদিকে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
  • ব্যাক ক্যামেরা সেটআপে দুটি বড় লেন্স রিং এবং ফ্ল্যাশ লাইট সহ 50MP AI ক্যামেরা লেখা থাকবে।
  • ফোনের রিয়ার প্যানেল AG Glass Back দিয়ে তৈরি হবে যা একদম সমান হবে এবং এর নিচের দিকে Lava এর ব্র্যান্ডিং থাকবে।
  • মোবাইলের বাম ফ্রেমে সিম স্লট থাকবে এবং ডান ফ্রেমে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে।
  • লাভা ও2 ফোনের নিচের প্যানেলে সেন্টারে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে এবং এর একপাশে 3.5 মিমি জ্যাক ও অন্যপাশে স্পিকার যোগ করা হবে।
  • Aurora ডিজাইনে তৈরি লাভা ও2 স্মার্টফোনটি বাজারে Majestic Purple এবং Green কালারে সেল করা হবে।

Lava O2 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লাভা ও2 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে। এই স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট থাকবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Lava O2 ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা েটআপ যোগ করা হবে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এবং AI ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • প্রসেসর: লাভা ও2 ফোনটি অ্যান্ড্রয়েড 13 ওএস সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে এন্ট্রি লেভেল Unisoc T616 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই ফোনে UFS 2.2 128GB Memory যোগ করা হবে।
  • স্টোরেজ: Lava O2 ফোনটিতে 8GB RAM দেওয়া হবে। এই ফোনে 8GB expandable RAM ফিচার থাকবে যার ফলে ফোনের 8GB ফিজিক্যাল RAM এর সঙ্গে অতিরিক্ত 8GB virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এর সঙ্গে ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 8 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
  • অন্যান্য: Lava O2 ফোনে ফেস আনলক ফিচার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এতে 3.5 মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ, এইফি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ডুয়েল সিম পাওয়া যাবে।

Lava O2 ফোনের লঞ্চ ডিটেইলস

এই মোবাইল ফোনটি আগামী 22 মার্চ ভারতীয় বাজারে পেশ করা হবে। কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোনটি লঞ্চ করবে যা 22 মার্চ দুপুর 12টায় শুরু হবে। ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Lava O2 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। শপিং সাইট আমাজনেও এই ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এখানেও Lava O2 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here