10000 টাকার চেয়েও সস্তায় পাওয়া যাবে 5G স্মার্টফোন, ভারতে লঞ্চ হল Lava Storm Lite এবং Lava Storm Play স্মার্টফোন

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ভারতের বাজারে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটি Lava Storm Lite 5G এবং Lava Storm Play 5G নামে পেশ করা হয়েছে। 10000 টাকার চেয়েও কম দামের এই দুটি 5G ফোনে স্টাইলিশ লুকের সঙ্গে সুন্দর স্পেসিফিকেশন রয়েছে। Lava Storm Lite 5G এবং Storm Play 5G ফোনদুটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Storm সিরিজের ফোনের দাম

Lava Storm Lite 5G ফোনে 4GB RAM + 64GB Storage যোগ করা হয়েছে। এই ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি এই ফোনের লিমিটেড পিরিয়ড অফার প্রাইস, আগামী সময়ে ফোনটির দাম বাড়ানো হতে পারে। এই ফোনটি Astral Blue এবং Cosmic Titanium কালার অপশনে আগামী 24 জুন থেকে সেল করা হবে।

Lava Storm Play 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি এই ফোনের লিমিটেড পিরিয়ড অফার। এই ফোনটি আগামী 19 জুন থেকে সেল করা হবে।

Lava Storm ফোনের পারফরমেন্স

এই দুটি ফোনেই মিডিয়াটেক প্রসেসর যোগ করা হয়েছে। Lava Storm Lite 5G ফোনটি Dimensity 6400 চিপসেট সহ ভারতের প্রথম স্মার্টফোনের স্থান দখল করেছে। অপরদিকে Lava Storm Play 5G ফোনটি বিশ্বের প্রথম Dimensity 7060 প্রসেসর সহ স্মার্টফোন। একইভাবে Storm Lite ফোনে Arm Mali-G57 MC2 GPU এবং Storm Play ফোনে IMG BXM-8-256 GPU দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি এই দুটি প্রসেসরই 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। Dimensity 6400 চিপসেটে 2GHz Cortex-A55 এবং 2.5GHz Cortex-A76 কোর রয়েছে। অন্যদিকে Dimensity 7060 প্রসেসরে 2GHz Cortex-A55 এবং 2.6GHz Cortex-A78 কোর যোগ করা হয়েছে। Lava Storm Lite 5G এবং Storm Play 5G ফোনদুটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।

Lava Storm Lite এবং Storm Play 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.75″ HD+ 120Hz Display
  • 50MP Rear Camera
  • 8MP Front Camera (Storm Play)
  • 5MP Front Camera (Storm Lite)
  • 5,000mAh Battery
  • 18W Charging (Storm Play)
  • 15W Charging (Storm Lite)

ডিসপ্লে

Lava Storm Lite এবং Storm Play 5G ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই দুটি ফোনের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Lava Storm Play 5G এবং Lava Storm Lite 5G ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony IMX752 প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Lava Storm Play ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই দুটি ফোনেই 5,000mAh ব্যাটারি রয়েছে। এর মধ্যে Storm Play ফোনটি 18W এবং Storm Lite ফোনটি 15W চার্জিং সাপোর্ট করে।

Lava Storm Lite এবং Storm Play 5G ফোনের ফিচার

  • সিকিউরিটির জন্য এই দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • মিউজিকের জন্য উভয় ফোনে 3.5mm অডিও জ্যাক এবং নিচের প্যানেলে স্পিকার রয়েছে।
  • LAVA Storm Play এবং Storm Lite ফোনদুটিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 802.11 ac এবং Bluetooth 5.3 ফিচার যোগ করা হয়েছে।
  • এই দুটি লাভা স্মার্টফোনই 5G এবং 4G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here