মাত্র 7,999 টাকা দামে ভারতে লঞ্চ হল শক্তিশালী স্মার্টফোন Lava O2, জেনে নিন ফিচার

ভারতের বাজারে লাভা তাদের নতুন সস্তা স্মার্টফোন Lava O2 লঞ্চ করেছে। মাত্র 7,999 টাকা দামের এই সস্তা ফোনে 8GB RAM, 6.5 ইঞ্চির 90Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি, ইউনিসক টি616 প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট আমাজন এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Lava O2 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Lava O2 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 269 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরা সহ পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

প্রসেসর: কোম্পানি তাদের Lava O2 ফোনে এন্ট্রি লেভেল ইউনিসক টি616 চিপসেট যোগ করেছে। জানিয়ে রাখি এই চিপসেটের আনটুটু স্কোর 280K।

স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB expandable RAM সাপোর্ট করে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল AI ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava O2 ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে ফেস আনলক ফিচার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Lava O2 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।

Lava O2 ফোনের দাম এবং সেল

  • ভারতে Lava O2 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটি 8GB RAM + 128জিবি স্টোরেজ সহ 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফার হিসেবে এই ফোনটি মাত্র 7,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • এই ফোনটি এম্পিরিয়াল গ্রীন, ম্যাজিস্টিক পার্পল এবং রয়্যাল গোল্ড কালারে বাজারে আনা হয়েছে।
  • এই সস্তা ফোনটি কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট আমাজন এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে আগামী 27 মার্চ থেকে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here