ফোন ক্যামেরা লেন্স প্রস্ততকারী কোম্পানি Leica নিয়ে এসেছে তাদের নিজস্ব Smartphone, জেনে নিন ডিটেইলস

যারা Camera Phone এর শৌখিন তাঁরা অবশ্যই Leica এর নাম শুনেছেন। এই ব্র্যান্ডের ক্যামেরা লেন্স নিঃসন্দেহে যে কোনো ফোনকে অন্য লেভেলে নিয়ে যায়। এবার এই ক্যামেরা ব্র্যান্ড তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ Leitz Phone 3 লঞ্চ করা হয়েছে। এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

ফোনের ডিটেইলস সম্পর্কে জানানোর আগে বলে রাখি লেইকা ব্র্যান্ডের সূচনা করেছিলেন Ernst Leitz এবং তাঁর নামের Leitz Phone তৈরি করা হয়েছে। Leitz এবং Camera শব্দদুটি মিলিয়ে Leica শব্দটি তৈরি করা হয়েছে। এতে Leitz শব্দের ‘Lei’ এবং Camera শব্দের ‘ca’ নেওয়া হয়েছে।

Leica Leitz Phone 3 ফোনের ক্যামেরা

এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 47.2MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই 1-inch CMOS সেন্সরটি 6x digital zoom সাপোর্ট করে। এর সঙ্গে এই সেটআপে 1.9MP depth sensor রয়েছে।

ফোনের ফ্রন্ট প্যানেলে f/2.3 aperture ও 8x digital zoom সাপোর্টেড 12.6MP Selfie Camera দেওয়া হয়েছে। এই লেন্স 78-degree field-of-view সাপোর্ট করে। এই ফোনে Leica M-Lenses যোগ করা হয়েছে যা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনে কাজ করে।

Leitz Phone 3 ফোনের স্পেসিফিকেশন

  • 6.6″ 240Hz OLED Display
  • Qualcomm Snapdragon 8 Gen 2
  • 12GB RAM + 512GB Storage
  • 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 2730 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির UXGA+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 240 হার্টস রিফ্রেশ রেট এবং 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Leitz Phone 3 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.18 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Leica Leitz Phone 3 ফোনটি জাপানে 12GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Leitz Phone 3 ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। জানিয়ে রাখি এই ফোনে IP65 এবং IP68 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here