ভারতে লঞ্চ হল 7500mAh ব‍্যাটারি এবং 11 inch ডিসপ্লেযুক্ত Lenovo Tab P11

লেনোভো ভারতে তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে একটি নতুন ট‍্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে। এই ট‍্যাবলেটটি কিছু দিন আগে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছিল এবং দেশের মার্কেটে ডিভাইসটি Lenovo Tab P11 নামে লঞ্চ করা হয়েছে। এই ট‍্যাবলেটের নামের মতোই এতে 11 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এছাড়াও এই ট‍্যাবলেটে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট, 4 জিবি র‍্যাম ও 7,500 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে। আগামী মাস অর্থাৎ আগস্ট থেকে Lenovo Tab P11 ট‍্যাবলেটটি শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

Lenovo Tab P11 এর দাম ও সেল

ভারতের মার্কেটে Lenovo Tab P11 ডিভাইসটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ট‍্যাবলেটে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ভারতের মার্কেটে আগামী 5 আগস্ট থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে 24,999 টাকা দামে সেল করা হবে। লেনোভোর এই নতুন ট‍্যাবলেট ডিভাইস সাদা রঙে লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ট‍্যাবলেটের সঙ্গে দেওয়া কীবোর্ড এবং Lenovo Precision Pen 2 Stylus এর দাম সম্পর্কে কিছু জানা যায়নি।

Lenovo Tab P11 এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের Lenovo Tab P11 ডিভাইসটি 1200 × 2000 পিক্সেল রেজলিউশনযুক্ত 11 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ট‍্যাবলেটের স্ক্রিন টু বডি রেশিও 81.8 শতাংশ এবং এর পিক্সেল ডেনসিটি 212 পিপিআই। Lenovo Tab P11 অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Lenovo Tab P11 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই ডিভাইসটি এলটিই সাপোর্ট করে এবং কানেক্টভিটি ফিচার হিসেবে এতে ব্লুটুথ, ওয়াইফাই, 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ট‍্যাবলেটের ডায়মেনশন 258.4 × 163 × 7.5 এম‌এম এবং ওজন 490 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here