Lenovo Yoga Tab Plus ট্যাবটি Amazon India সাইটে লিস্টেড করা হয়েছে। এখানে ‘Notify Me’ বাটন লাইভ রয়েছে। এই ট্যাবলেটটিকে কোম্পানির প্রথম অন-ডিভাইস AI ট্যাবলেট হবে বলে জানানো হয়েছে, এতে Lenovo AI Now এবং ইন-বিল্ট Large Language Models (LLMs) এর সাহায্যে পার্সোনালাইস AI আসিস্টেন্স দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটিতে কাম এবং আর্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন AI টুলস থাকবে। Yoga Tab Plus ট্যাবলেটটিতে Harman Kardon এর মাধ্যমে টিউন করা স্পিকার এবং ট্যাবে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট যোগ করা হয়েছে। নিচে নতুন ট্যাবলেটের ডিটেইলস সম্পর্কে জানানো হল:
Lenovo Yoga Tab Plus এর আমাজন লিস্টিং ডিটেইলস
- 2025 সালের শুরুতে Lenovo Yoga Plus ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছিল, এবার এটি ভারতে লঞ্চের জন্য প্রস্তুত।
- এই ট্যাবলেটটি বেশ কিছু AI ফিচার সহ লঞ্চ করা হয়েছে, এতে AI Note, Live Transcript, এবং AI Now+ Smart Connect রয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটটির সঙ্গে Lenovo Tab Pen Pro ও Yoga Tab Plus Keyboard Pack ও দেওয়া হবে।
- ডিসপ্লে: Amazon লিস্টিং অনুযায়ী Lenovo Yoga Tab Plus ট্যাবলেটটিতে 12.7 ইঞ্চির 3K Lenovo PureSight Pro ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে 2944 x 1840 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 900 নিটস পিক ব্রাইটনেস, অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং TÜV সার্টিফিকেশনের মতো ফিচারগুলি রয়েছে।
- প্রসেসর: এই ট্যাবলেটটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Adreno GPU দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর 20 TOPS পর্যন্ত AI পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া আগের মডেলের তুলনায় এই মডেলে 30% বেশি CPU পারফরমেন্স এবং 20% বেশি পাওয়ার এফিসিয়েন্সি দেওয়া হবে।
- স্টোরেজ: এই ট্যাবলেটটিতে 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে, এর ফলে মাল্টিটাস্কিং এবং স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।
- অপারেটিং সিস্টেম: Lenovo Yoga Tab Plus ট্যাবলেটটি Android 14 OS সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে তিনটি বড় OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ থাকবে বলে জানানো হয়েছে।
- ক্যামেরা: ট্যাবলেটটির ব্যাক প্যানেলে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। ফ্রন্টে 101 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ 13MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যোগ করা হয়েছে।
- অডিও: এই ট্যাবটিতে 6-স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে, এতে 2 টুইটার এবং 4 SLS উফার রয়েছে। সাউন্ড Harman Kardon এর মাধ্যমে টিউন করা হয়েছে এবং এতে Dolby Atmos সাপোর্ট করে।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য ট্যাবটিতে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 সাপোর্ট করে।
- ব্যাটারি: Lenovo Yoga Tab Plus ট্যাবলেটটিতে 45W ফাস্ট ওয়্যাড চার্জিং সাপোর্টেড 10,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে দুই মাসের বিনামূল্যে Adobe Express Premium এবং Adobe Lightroom সাবস্ক্রিপশন দেওয়া হবে।
Amazon লিস্টিঙে Lenovo Yoga Tab Plus ট্যাবলেটের সেল সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে যেসব গ্রাহকরা হাই-এন্ড স্পেসিফিকেশন সহ একটু প্রিমিয়াম মডেলের খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি সেরা অপশন।










