Samsung এর ইশারায় LG দিলো Apple কে বড়ো ধাক্কা, 400 এর থেকেও বেশি সৃটোরে বিক্রি হবে না iphones আর অন‍্য প্রোডাক্ট

Samsung, Apple আর LG এর মাঝে বিগত দিনে একটি আজব লড়াই দেখা গিয়েছিল। এখানে বিবাদ কোনো নতুন টেকনিক বা ডিভাইসের জন্য না বরং এলজি স্টোরে কার ফোন বিক্রি হবে এই কথার ছিল বিবাদ। আগে খবর এসেছিল যে LG Mobile বিজনেস বন্ধ হয়ে যাওয়ার পরে এখন KG Stores এ Apple iPhone এবং অন‍্যান‍্য অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করবে। এরপরে Samsung বিরোধ করে বলেছে যে হয় অ্যাপেলের প্রোডাক্ট‌ই বিক্রি করা হবে নাহলে সাথে Samsung Galaxy Phones ও বিক্রি করতে হবে। আবার এখন জানা গেছে যে এলজি এই বিবাদের থেকে বাঁচার জন্য নিজে পিছিয়ে এসেছে আর এখন LG Stores এ Apple আর Samsung কোনোটাই বিক্রি হবে।না।

কোরিয়া থেকে আসা রিপোর্ট অনুযায়ী এলজি স্টোরে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা বদলে দিয়েছে আর LG Stores এ Apple প্রোডাক্ট বিক্রি করা হবে না। রিপোর্ট অনুযায়ী iphones নিজের স্টোরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ায় এলজির ছোট উদ‍্যোগ আর মিডিয়াম স্কেল ডিস্ট্রিবিউটারদের আলোচনার শিকার হতে হয়েছিল। এই লোক গুলির অনুযায়ী এলজি আর অ্যাপেলের বিবাদ চলায় তাদের বিজনেসে খারাপ প্রভাব পড়ছে আর তাদের ব‍্যাবসা বিপদের সম্মুখীন হতে পারে। এই মিনতি গুলির পরে LG নিজের সিদ্ধান্ত বদলেছে আর এখন কোরিয়ার 400 টি স্টোরে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি হবে না।

বলা হচ্ছে যে কোরোনা মহামারী চলায় আগে থেকেই অনেক ব‍্যাবসায়ী আর স্টোর মালিকদের নিজের দোকান বন্ধ করতে হয়েছে। এরকম অবস্থায় কোরিয়ান সরকার‌ও তিদের দেশের স্মল বিজনেস নিয়ে চিন্তিত আছে। LG আর Apple এর ডিলের জন্য কোরিয়াতে 400 এর থেকেও বেশি এলজি স্টোরে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করা হতো আর এর ক্ষতি ছোট স্তরের দোকান এবং রিটেল স্টোরে হতো।

Samsung ও বাঁধা দিয়েছিল

Apple আর LG এর এই অংশিদারিতে Samsung এর‌ও সমস্যা হয়েছিল। স‍্যামসাং চাইছিলো না যে এলজি স্টোরে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করা হোক কারন এরকম করলে স‍্যামসাং এর মার্কেট প্রভাবিত হতো। কোম্পানি বলেছিলো যে 2018 তে এলজি আর স‍্যামসাং এর মধ্যে একটি ডিল হয়েছিল যার অনুযায়ী সাউথ কোরিয়াতে এলজি স্টোরে শুধুমাত্র এলজি মোবাইল ফোন‌ই বিক্রি করা হবে আর স‍্যামসাং স্টোরে শুধুমাত্র স‍্যামসাং স্মার্টফোন বিক্রি করা হবে। স‍্যামসাং বলেছিলো যে এলজি স্টোরে অ্যাপেল আইফোন বিক্রি করা হলে এই ডিলের আইনত অমান্য করা হবে। অথচ অন‍্যদিকে এলজি বলেছে যে যখন কোম্পানি নিজের মোবাইল বিজনেস থেকেই বেরিয়ে গেছে তখন ডিলের কোনো মানেই হয় না।

এই ছিল LG – Apple এর ডিল

অ্যাপেল চাইছিল যে তাদের প্রোডাক্ট এলজির রিটেল স্টোরে বিক্রি হোক। এই প্রোডাক্টে iPhones, iPads আর smartwatches এর সাথে অন‍্য Apple wearables ডিভাইস‌ও আছে। অ্যাপেল কোম্পানি দক্ষিণ কোরিয়ান মার্কেটে নিজের দাপট মজবুত করতে চায়ছিল আর ডিলের কারনে সাউথ কোরিয়াতে প্রায় 400 এলজি রিটেল স্টোরে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করার কথা হয়েছিল। ডিলে আইফোন, আইপ‍্যাড এবং অ্যাপেল ওয়েরেবল বিক্রি করার কথা ছিল কিন্তু রিপোর্টে এই কথাও সামনে এসেছিল যে দুটি কোম্পানি আপাতত Mac এর বিক্রিতে রাজি হয়নি কারন এলজি স্টোরে কোম্পানি নিজের LG ‘Gram’ laptops বিক্রি করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here